২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লিজ ট্রাসের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রসচিব হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্র্যাভারম্যান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 34

পুবের কলম ওয়েবডেস্ক: গ্রেট ব্রিটেনের ইতিহাসে প্রথমবার কোনো সরকারের মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের শীর্ষপদগুলোতে বসছেন। নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভায় ঘটেছে এমন অভূতপূর্ব ঘটনা।ভারতীয় বংশোদ্ভূত ব্যারিস্টার সুয়েলা ব্র্যাভারম্যানকে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস   নতুন স্বরাষ্ট্রসচিব   হিসেবে নিযুক্ত করলেন। আরও এক ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হলেন সুয়েলা। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ফারহামের প্রতিনিধিত্ব করছেন ৪২ বছর বয়সী কনজারভেটিভ পার্টির সদস্য সুয়েলা ব্রাভারম্যান।যুক্তরাজ্যের দ্বিতীয় জাতিগত সংখ্যালঘু স্বরাষ্ট্রসচিব হিসেবে প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন সুয়েলা। নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভাতেও জায়গা পেতে পারেন ৪২ বছর বয়সি সুয়েলা।ঋষি সুনকের মতোই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন সুয়েলাও ।  কিন্তু তিনি দ্বিতীয় রাউন্ডে হেরে যান।

সুয়েলা বরিস জনসন সরকারের  অ্যাটর্নি জেনারেলের পদে অধিষ্ঠিত ছিলেন।, ১৯৮০ সালের ৩এপ্রিল -এ, সু-এলেন ক্যাসিয়ানা ফার্নান্দেস ওরফে  সুয়েলা ব্রাভারম্যান জন্মগ্রহণ করেন। বাবা গোয়ানিজ ক্রিস্টি ফার্নান্দেস এবং মা উমা হিন্দু তামিল ।

আরও পড়ুন:  সব জল্পনার অবসান ইস্তফা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

তার বাবা ১০৬০ -এর দশকে কেনিয়া থেকে চলে আসেন, মা মরিশাস থেকে ব্রিটেনে  চলে আসেন। কনজারভেটিভ পার্টির সাংসদ হিসেবে ২০১৫ সালে হ্যাম্পশায়ার  আসন থেকে জয়যুক্ত হন।এই ভারতীয় বংশোদ্ভূত কেমব্রিজ ইউনিভার্সিটির স্নাতক,  যিনি ২০১৮  সালে রায়েল ব্র্যাভারম্যানকে বিবাহ করেন।

আরও পড়ুন: ” আমার ভুল হয়েছে ” ক্ষমা চাইলেন লিজ ট্রাস

 

আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযান নিয়ে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব হাইকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লিজ ট্রাসের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রসচিব হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্র্যাভারম্যান

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: গ্রেট ব্রিটেনের ইতিহাসে প্রথমবার কোনো সরকারের মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের শীর্ষপদগুলোতে বসছেন। নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভায় ঘটেছে এমন অভূতপূর্ব ঘটনা।ভারতীয় বংশোদ্ভূত ব্যারিস্টার সুয়েলা ব্র্যাভারম্যানকে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস   নতুন স্বরাষ্ট্রসচিব   হিসেবে নিযুক্ত করলেন। আরও এক ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হলেন সুয়েলা। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ফারহামের প্রতিনিধিত্ব করছেন ৪২ বছর বয়সী কনজারভেটিভ পার্টির সদস্য সুয়েলা ব্রাভারম্যান।যুক্তরাজ্যের দ্বিতীয় জাতিগত সংখ্যালঘু স্বরাষ্ট্রসচিব হিসেবে প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন সুয়েলা। নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভাতেও জায়গা পেতে পারেন ৪২ বছর বয়সি সুয়েলা।ঋষি সুনকের মতোই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন সুয়েলাও ।  কিন্তু তিনি দ্বিতীয় রাউন্ডে হেরে যান।

সুয়েলা বরিস জনসন সরকারের  অ্যাটর্নি জেনারেলের পদে অধিষ্ঠিত ছিলেন।, ১৯৮০ সালের ৩এপ্রিল -এ, সু-এলেন ক্যাসিয়ানা ফার্নান্দেস ওরফে  সুয়েলা ব্রাভারম্যান জন্মগ্রহণ করেন। বাবা গোয়ানিজ ক্রিস্টি ফার্নান্দেস এবং মা উমা হিন্দু তামিল ।

আরও পড়ুন:  সব জল্পনার অবসান ইস্তফা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

তার বাবা ১০৬০ -এর দশকে কেনিয়া থেকে চলে আসেন, মা মরিশাস থেকে ব্রিটেনে  চলে আসেন। কনজারভেটিভ পার্টির সাংসদ হিসেবে ২০১৫ সালে হ্যাম্পশায়ার  আসন থেকে জয়যুক্ত হন।এই ভারতীয় বংশোদ্ভূত কেমব্রিজ ইউনিভার্সিটির স্নাতক,  যিনি ২০১৮  সালে রায়েল ব্র্যাভারম্যানকে বিবাহ করেন।

আরও পড়ুন: ” আমার ভুল হয়েছে ” ক্ষমা চাইলেন লিজ ট্রাস

 

আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযান নিয়ে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব হাইকোর্টের