পুবের কলম ওয়েব ডেস্ক: লোকাল ট্রেন চলাচল নিয়ে রেলের তরফ থেকে ইতিবাচক সাড়া। রেল তখনও জানিয়েছিল রাজ্যের অনুমতি মিললে ট্রেন চালানো হবে। কিন্তু সেই আশা কারোরই পূরণ হয়নি। ফের একবার ট্রেন চলাচলের বিষয়টা একটু উস্কে দিল রেল।লোকাল ট্রেন চালানোর জন্য প্রস্তুত রয়েছে রেল কর্তৃপক্ষ। প্রশাসনের নির্দেশ পেলেই লোকাল ট্রেন চালানো হবে।কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম নির্দেশ আসেনি। এমনটাই জানালেন দক্ষিণ – পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নীরজ কুমার। যদিও সূত্রের খবর , রেল আশা করছে ১৫ জুলাইয়ের পরে লোকাল ট্রেন চালানোর অনুমতি দেবে রাজ্য। গত বছরে করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিলো লোকাল ট্রেন চলাচল। ফের চলতি বছরে করোনার সেকেন্ড ওয়েভের জন্য আবারও বন্ধ হয় লোকাল ট্রেন। রাজ্যে সংক্রমণ রুখতে কড়া বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার। বাজার খোলা ও অন্যান্য পরিষেবার জন্যও নির্ধারিত করা হয় সময়সীমা। সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয় গণপরিবহন ব্যাবস্থা।ট্রেন চালানোর দাবিতে একাধিক স্টেশনে অবরোধও করে নিত্যযাত্রীরা । ৫০ তবে জরুরি ভিত্তিতে দেওয়া হয় ছাড়। ১৫ জুন বিধিনিষেধ কিছুটা শিথিল হয়ে। তবে তখনও বন্ধ ছিলো গণপরিবহন। সংক্রমণ কিছুটা নিম্নমুখী হওয়ায় পয়লা জুলাই বেশ কিছু ক্ষেত্রে মেলে ছাড়।
শতাংশ যাত্রী নিয়ে সরকারি-বেসরকারি বাস চালানোর অনুমতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সকলে আশা প্রকাশ করেন পয়লা জুলাই থেকে হয়তো লোকাল ট্রেন চলতে পারে। কিন্তু সেক্ষেত্রে কোনো অনুমতি মেলেনি। এখন কবে ট্রেন চালু হবে সেই অপেক্ষায় নিত্য যাত্রী থেকে সকলেই।



























