০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

স্থানীয়দের আপত্তি, এখনই রেল মানচিত্রে ঢুকছে না মেঘালয়

ইমামা খাতুন
  • আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার
  • / 166

পুবের কলম ওয়েব ডেস্ক: কেন্দ্র সরকার বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিল, দেশের সব রাজ্যের রাজধানী জুড়বে রেলপথে। কেন্দ্রের সেই প্রকল্প ভেস্তে যেতে বসেছে মেঘালয়ে। রেলপথ চালু হলে রাজ্যে বহিরাগতদের ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটবে। এই যুক্তিতে গুয়াহাটি-শিলং রেলপথ নির্মাণের বিরোধিতায় নেমেছে খাসি স্টুডেন্টস ইউনিয়ন-সহ একাধিক উপজাতীয় সংগঠন। রাজ্যের একাংশ মানুষের আপত্তি দেখে মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও চাইছেন না, রেলপথ ঢুকুক উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মেঘালয়ে। প্রকল্প বিরোধী বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনায় না বসে রেলের এই প্রকল্প বাস্তবায়নে নারাজ খোদ মুখ্যমন্ত্রী সাংমা। ফলে রেলপথে শিলং জোড়ার সম্ভাবনা এখন বিশবাঁও জলে। আন্তর্জাতিক রেল মানচিত্রের বাইরেই থাকছে মেঘালয়।

 

আরও পড়ুন: ওয়েটিং টিকিটে সফরে জরিমানা, ফের রেলের নির্দেশ

মেঘালয়ের পরিবহণ মন্ত্রী দাসাখিয়াভা লামারে সরকারের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, মেঘালয়ের স্থানীয় জাতীয়তাবাদী সংগঠনগুলোর সঙ্গে এ ব্যাপারে বৈঠকে বসার কথা বিবেচনা করছে সরকার। এনজিও কিংবা যেকোনও সংগঠনই হোক, যতদিন পর্যন্ত তাদের সঙ্গে আলোচনা না হচ্ছে, ততদিন রেললাইন স্থাপনের বিষয়টিতে আমরা সম্মতি দিচ্ছি না বলে সাফ জানান তিনি। লামারের কথায়, মুখ্যমন্ত্রী সাংমা তাঁকে জানিয়েছেন, শিলংকে রেলওয়ে নেটওয়ার্কে শামিল করার সুফল ও কুফল বিস্তারিত যাচাই করে প্রকল্পটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস

আরও পড়ুন: অনলাইনে বাতিল করা যাবে কাউন্টারে কাটা সংরক্ষিত টিকিট, স্বস্তির খবর যাত্রীদের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্থানীয়দের আপত্তি, এখনই রেল মানচিত্রে ঢুকছে না মেঘালয়

আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কেন্দ্র সরকার বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিল, দেশের সব রাজ্যের রাজধানী জুড়বে রেলপথে। কেন্দ্রের সেই প্রকল্প ভেস্তে যেতে বসেছে মেঘালয়ে। রেলপথ চালু হলে রাজ্যে বহিরাগতদের ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটবে। এই যুক্তিতে গুয়াহাটি-শিলং রেলপথ নির্মাণের বিরোধিতায় নেমেছে খাসি স্টুডেন্টস ইউনিয়ন-সহ একাধিক উপজাতীয় সংগঠন। রাজ্যের একাংশ মানুষের আপত্তি দেখে মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও চাইছেন না, রেলপথ ঢুকুক উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মেঘালয়ে। প্রকল্প বিরোধী বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনায় না বসে রেলের এই প্রকল্প বাস্তবায়নে নারাজ খোদ মুখ্যমন্ত্রী সাংমা। ফলে রেলপথে শিলং জোড়ার সম্ভাবনা এখন বিশবাঁও জলে। আন্তর্জাতিক রেল মানচিত্রের বাইরেই থাকছে মেঘালয়।

 

আরও পড়ুন: ওয়েটিং টিকিটে সফরে জরিমানা, ফের রেলের নির্দেশ

মেঘালয়ের পরিবহণ মন্ত্রী দাসাখিয়াভা লামারে সরকারের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, মেঘালয়ের স্থানীয় জাতীয়তাবাদী সংগঠনগুলোর সঙ্গে এ ব্যাপারে বৈঠকে বসার কথা বিবেচনা করছে সরকার। এনজিও কিংবা যেকোনও সংগঠনই হোক, যতদিন পর্যন্ত তাদের সঙ্গে আলোচনা না হচ্ছে, ততদিন রেললাইন স্থাপনের বিষয়টিতে আমরা সম্মতি দিচ্ছি না বলে সাফ জানান তিনি। লামারের কথায়, মুখ্যমন্ত্রী সাংমা তাঁকে জানিয়েছেন, শিলংকে রেলওয়ে নেটওয়ার্কে শামিল করার সুফল ও কুফল বিস্তারিত যাচাই করে প্রকল্পটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস

আরও পড়ুন: অনলাইনে বাতিল করা যাবে কাউন্টারে কাটা সংরক্ষিত টিকিট, স্বস্তির খবর যাত্রীদের