রাজ্যসভা দিনের জন্য
বিরোধীদের বিক্ষোভ, বিকেল ৩টা পর্যন্ত মুলতবি লোকসভা অধিবেশন

- আপডেট : ৮ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 14
পুবের কলম, ওয়েব ডেস্ক: বিরোধীদের বিক্ষোভের মধ্যে বিকেল ৩টা পর্যন্ত মুলতবি লোকসভা অধিবেশন ; রাজ্যসভা দিনের জন্য মুলতবি।
* একাধিক সমসাময়িক ইস্যুতে আলোচনা চেয়ে বিরোধীরা সংসদে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে। যার ফলস্বরূপ রাজ্যসভা ১১ আগস্ট, ২০২৫ তারিখে সকাল ১১ টা পর্যন্ত মুলতবি। আর লোকসভা অধিবেশন আজ বিকেল ৩ টে পর্যন্ত।
*সংসদের চলমান বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের কার্যবিবরণীর শুক্রবার অন্তিম দিন। এদিন কার্যক্রম শুরু হওয়ার আগে, বিরোধী দলগুলি সংসদ ভবন কমপ্লেক্সে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিহারের ভোটার তালিকা সংশোধনের বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানায়। মুহূর্তেই হই হট্টগোল শুরু হয়। আর এই কারণে লোকসভার কার্যক্রমও বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।