০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েদের ৩৫ টুকরো করার অনুমতি মধ্যপ্রদেশ দেয় না, প্রয়োজনে লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন, সোচ্চার মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 193

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের ঘটনা গোটা দেশের মানুষের ঘুম কেড়ে নিয়েছে। লিভ ইন সঙ্গীকে খুন করে তার দেহ ৩৫ টুকরোর ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এবার শ্রদ্ধা হত্যাকাণ্ডকে সামনে রেখে সোচ্চার হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী চৌহান বলেন, ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে আইন জোরদার করা হবে। প্রয়োজনে রাজ্যে ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে একটি নতুন আইন করা হবে। মুখ্যমন্ত্রী শ্রদ্ধা খুনের ঘটনায় নৃশংসতার উল্লেখ করে বলেন, দিল্লির বুকে এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

দিল্লিতে তার প্রেমিক আফতাব পুনাওয়ালার হাতে শ্রদ্ধা ওয়াকারের জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা দেশবাসীকে অবাক করেছে। রবিবার আদিবাসী আইকন তান্তিয়া ভীলের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য কাউকে তার কন্যাদের প্রতারিত করতে এবং তাদের দেহ ৩৫ টুকরো করার অনুমতি দেয় না। যেখানে একজন পুরুষ যদি কোনও জমি দখলের লক্ষ্য নিয়ে দলিত মেয়ে বিয়ে করে তার পর তাদের সঙ্গে অমানবিক আচরণ করে তা বন্ধ করতে প্রয়োজনে লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের সম্পর্ক কখনও ভালোবাসার হতে পারে না। এটি ভালোবাসার নামে জিহাদ। আমি কোনও মূল্যে মধ্যপ্রদেশের মাটিতে এই লাভ জিহাদের খেলা হতে দেব না।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে মসজিদে আগুন ধরিয়ে দিল হিন্দুত্ববাদীরা, পুড়ল পবিত্র কুরআন

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, রাজ্যে ইউনিফর্ম সিভিল কোর্ট গঠনের জন্য একটি কমিটি গঠন করা হবে। বাদওয়ানির জনসমাবেশ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, এবার ইউনিফর্ম সিভিল কোর্ট গঠনের উপযুক্ত সময় এসে গেছে। মধ্যপ্রদেশে আমি একটি কমিটি গঠন করেছি, একজন পুরুষ মাত্র একটিই বিয়ে করতে পারবে।  উল্লেখ্য, ইউনিফর্ম সিভিল কোড ভারতের সংবিধানের ৪৪ অনুচ্ছেদের অধীনে আসে। ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে এই আইন সকল নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

আরও পড়ুন: কার্বাইড গানে আহতের সংখ্যা বেড়ে ৩২০, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন: বিষাক্ত কফ সিরাপে ১০ শিশুর মৃত্যু, গ্রেফতার চিকিৎসক

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেয়েদের ৩৫ টুকরো করার অনুমতি মধ্যপ্রদেশ দেয় না, প্রয়োজনে লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন, সোচ্চার মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান

আপডেট : ৫ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের ঘটনা গোটা দেশের মানুষের ঘুম কেড়ে নিয়েছে। লিভ ইন সঙ্গীকে খুন করে তার দেহ ৩৫ টুকরোর ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এবার শ্রদ্ধা হত্যাকাণ্ডকে সামনে রেখে সোচ্চার হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী চৌহান বলেন, ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে আইন জোরদার করা হবে। প্রয়োজনে রাজ্যে ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে একটি নতুন আইন করা হবে। মুখ্যমন্ত্রী শ্রদ্ধা খুনের ঘটনায় নৃশংসতার উল্লেখ করে বলেন, দিল্লির বুকে এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

দিল্লিতে তার প্রেমিক আফতাব পুনাওয়ালার হাতে শ্রদ্ধা ওয়াকারের জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা দেশবাসীকে অবাক করেছে। রবিবার আদিবাসী আইকন তান্তিয়া ভীলের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য কাউকে তার কন্যাদের প্রতারিত করতে এবং তাদের দেহ ৩৫ টুকরো করার অনুমতি দেয় না। যেখানে একজন পুরুষ যদি কোনও জমি দখলের লক্ষ্য নিয়ে দলিত মেয়ে বিয়ে করে তার পর তাদের সঙ্গে অমানবিক আচরণ করে তা বন্ধ করতে প্রয়োজনে লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের সম্পর্ক কখনও ভালোবাসার হতে পারে না। এটি ভালোবাসার নামে জিহাদ। আমি কোনও মূল্যে মধ্যপ্রদেশের মাটিতে এই লাভ জিহাদের খেলা হতে দেব না।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে মসজিদে আগুন ধরিয়ে দিল হিন্দুত্ববাদীরা, পুড়ল পবিত্র কুরআন

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, রাজ্যে ইউনিফর্ম সিভিল কোর্ট গঠনের জন্য একটি কমিটি গঠন করা হবে। বাদওয়ানির জনসমাবেশ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, এবার ইউনিফর্ম সিভিল কোর্ট গঠনের উপযুক্ত সময় এসে গেছে। মধ্যপ্রদেশে আমি একটি কমিটি গঠন করেছি, একজন পুরুষ মাত্র একটিই বিয়ে করতে পারবে।  উল্লেখ্য, ইউনিফর্ম সিভিল কোড ভারতের সংবিধানের ৪৪ অনুচ্ছেদের অধীনে আসে। ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে এই আইন সকল নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

আরও পড়ুন: কার্বাইড গানে আহতের সংখ্যা বেড়ে ৩২০, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন: বিষাক্ত কফ সিরাপে ১০ শিশুর মৃত্যু, গ্রেফতার চিকিৎসক