গাজায় গিয়ে শিশুদের পাশে দাঁড়ান, পোপ লিওকে অনুরোধ ম্যাডোনার

- আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্ক : গাজায় যে ভয়াবহ পরিস্থিতি চলছে তা দেখে গভীরভাবে মর্মাহত বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। তিনি পোপ লিও চতুর্দশকে অনুরোধ করেছেন যেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব গাজার শিশুদের কাছে গিয়ে তাদের জন্য ‘আলোর সেতু’ নির্মাণ করেন। সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে ম্যাডোনা লিখেছেন, তএকজন মায়ের মতো আমি গাজার শিশুদের দুঃখ সহ্য করতে পারছি না। দয়া করে মানবিক সাহায্যের রাস্তা খুলে দিন, যেন এই নিরীহ শিশুদের জীবন বাঁচানো যায়।
ম্যাডোনার এই আবেদন তাঁর ছেলে রকোর ২৫তম জন্মদিনে করেছেন। তিনি বলেন, তআমার ছেলের জন্মদিন আজ। আমি চাই আমার এই দিনটি যেন শুধু আমার জন্য নয়, গাজার শিশুদের জন্যও এক ভালো বার্তা নিয়ে আসে। তিনি আরও যোগ করেছেন, তআমি কাউকে দোষারোপ করছি না, আমি কারও পক্ষে বা বিপক্ষে নই। সবাই কষ্ট পাচ্ছে, বন্দিদের মায়েরাও। আমি শুধু চাই শিশুরা ক্ষুধার্ত হয়ে মারা না যায়।
গত মাসে পোপ নিজেও গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং বিশ্বের সবাইকে মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন, এই নিষ্ঠুর যুদ্ধ এখনই শেষ হোক, শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে।
গাজার প্রায় ২০ লক্ষ মানুষ ইসরাইলের লাগাতার হামলার জেরে প্রায় সর্বস্ব হারিয়েছে। বাড়ি, সম্পদ, চাকরি, প্রিয়জন – সব কিছুই হারিয়ে তারা এখন মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, শুধু গত মে মাসেই গাজার পাঁচ হাজারের বেশি শিশু পুষ্টিহীনতায় আক্রান্ত হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। চিকিৎসকরা বলছেন, প্রয়োজনীয় ওষুধ ও খাবারের অভাবে শিশুদের জীবন বিপন্ন।
যদিও ইসরাইল দাবি করে, তারা যথেষ্ট খাদ্য সরবরাহ করেছে এবং এই সংকটের জন্য হামাসকেই দায়ী করছে। তবে ম্যাডোনার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা মানবিক সাহায্যের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আগ্রহী। ম্যাডোনার আবেদন, রাজনৈতিক বিতর্কের বাইরে মানবতার জন্য এগিয়ে আসার আহ্বান; যেখানে শিশুদের জীবন রক্ষাই প্রধান উদ্দেশ্য।