মাদ্রাসা সার্ভিস কমিশনে আলিয়ার অধ্যাপক জাকির-সহ আরও তিন নয়া সদস্য

- আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
- / 151
আসিফ রেজা আনসারী : রাজ্যের সরকার পোষিত হাইমাদ্রাসা, সিনিয়রগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের যোগ্যতামান পরীক্ষা গ্রহণ করে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই কমিশনের নয়া সদস্যদের নাম ঘোষিত হল। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব ড. পিবি সালিম নয়া বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতেই নয়া সদস্যদের নাম ঘোষিত হয়েছে।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন লস্কর। এছাড়াও রয়েছেন ড. নুরুস সাবাহ ইসমাইল নদভী। তিনি পরপর দুইবার সদস্য হিসেবে নিযুক্ত হলেন।এছাড়াও কমিশনের সদস্য হচ্ছেন উত্তর ২৪ পরগনার আসাদুল্লাহ মন্ডল ও কলকাতার সরকারি গার্লস জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সৈয়দা শরীকাতুল মওলা আল-কাদরী।