৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মহেশতলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
  • / 176

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মহেশতলা : এবার মহেশতলায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় হাই মাদ্রাসার এক শিক্ষক।আর এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো।মহেশতলায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। অভিযুক্ত হাই মাদ্রাসার এক শিক্ষক। নির্যাতিতা বাড়িতে বিষয়টি জানাতেই অভিযুক্তকে ব্যাপক মারধর করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ।আর এই ঘটনাটি ঘটেছে মহেশতলা থানার আক্রা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , অভিযুক্ত শিক্ষকের নাম মতিউর রহমান মোল্লা। তিনি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য। শুক্রবার শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অভিযোগ, দ্বাদশ শ্রেণির ছাত্রী মাদ্রাসার লাইব্রেরিতে বই আনতে গেলে ওই শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানি করে। ঘটনাস্থল থেকে কোনক্রমে পালিয়ে বাঁচে ঐ ছাত্রী। বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানায় ঐ ছাত্রী।

শনিবার পরিবারের সদস্যরা মাদ্রাসায় চড়াও হয়ে অভিযুক্ত শিক্ষককে ব্যাপক মারধর করে বলে ও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। মতিউরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এলাকায় চরম উত্তেজনা থাকায় ডিএসপি রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ বাহিনী এলাকায় যায়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই শিক্ষকের বিরুদ্ধে আগেও এমন শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। অভিযুক্ত সুস্থ হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মর্মান্তিক খুন, অভিযুক্ত দেশরাজ সিংহ পলাতক

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।একজন শিক্ষকের এই ধরনের ঘৃণ্য আচরণের নিন্দা করেছে শিক্ষিত মহল।

আরও পড়ুন: স্ত্রীকে খুন করায়, অভিযুক্ত স্বামীকে এনকাউন্টার পুলিশের

আরও পড়ুন: আহমেদাবাদে স্কুলে ছাত্র খুন, অভিভাবক ও স্থানীয়দের ভাঙচুর-অশান্তি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহেশতলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে

আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মহেশতলা : এবার মহেশতলায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় হাই মাদ্রাসার এক শিক্ষক।আর এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো।মহেশতলায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। অভিযুক্ত হাই মাদ্রাসার এক শিক্ষক। নির্যাতিতা বাড়িতে বিষয়টি জানাতেই অভিযুক্তকে ব্যাপক মারধর করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ।আর এই ঘটনাটি ঘটেছে মহেশতলা থানার আক্রা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , অভিযুক্ত শিক্ষকের নাম মতিউর রহমান মোল্লা। তিনি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য। শুক্রবার শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অভিযোগ, দ্বাদশ শ্রেণির ছাত্রী মাদ্রাসার লাইব্রেরিতে বই আনতে গেলে ওই শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানি করে। ঘটনাস্থল থেকে কোনক্রমে পালিয়ে বাঁচে ঐ ছাত্রী। বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানায় ঐ ছাত্রী।

শনিবার পরিবারের সদস্যরা মাদ্রাসায় চড়াও হয়ে অভিযুক্ত শিক্ষককে ব্যাপক মারধর করে বলে ও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। মতিউরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এলাকায় চরম উত্তেজনা থাকায় ডিএসপি রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ বাহিনী এলাকায় যায়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই শিক্ষকের বিরুদ্ধে আগেও এমন শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। অভিযুক্ত সুস্থ হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মর্মান্তিক খুন, অভিযুক্ত দেশরাজ সিংহ পলাতক

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।একজন শিক্ষকের এই ধরনের ঘৃণ্য আচরণের নিন্দা করেছে শিক্ষিত মহল।

আরও পড়ুন: স্ত্রীকে খুন করায়, অভিযুক্ত স্বামীকে এনকাউন্টার পুলিশের

আরও পড়ুন: আহমেদাবাদে স্কুলে ছাত্র খুন, অভিভাবক ও স্থানীয়দের ভাঙচুর-অশান্তি