০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আপত্তিকর বিষয় পড়াচ্ছে মাদ্রাসা, অমূলক অভিযোগ নরত্তম মিশ্রের 

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 85

পুবের কলম ওয়েব ডেস্কঃ বিজেপির পছন্দের কিছু ইস্যু রয়েছে। হিন্দুত্ববাদী দল হিসাবে নিজেদের পরিচয় পাকা করতে বহু বিজেপি নেতা কুৎসা, অপপ্রচার  ও বিদ্বেষকে হাতিয়ার করে। হিন্দুদের উন্নয়নের চেয়ে তাদের কাছে বরাবর গুরুত্ব পেয়েছে মুসলিম আবেগ আহত হয় এমন ইস্যু। ইউপি, অসমের পর মধ্যপ্রদেশে তাই মাদ্রাসা নিয়ে ‘মিথ্যাচার’ করলেন সে রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র।

 

আরও পড়ুন: Adani Group-এর বিরুদ্ধে হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ খারিজ করল Sebi

রবিবার তিনি বলেন, কিছু মাদ্রাসায় আপত্তিকর বিষয় পড়ানো হয়। এই মাদ্রাসাগুলি পড়ুয়াদের ঠিক কী পড়াচ্ছে তা খতিয়ে দেখতে হবে। কোন মাদ্রাসা আপত্তিকর বিষয় পড়াচ্ছে তা অবশ্য সাংবাদিকদের সামনে স্পষ্ট করতে পারেননি তিনি।

আরও পড়ুন: নার্সিংহোমে ঝুললো তালা

 

আরও পড়ুন: RJD leader Tejashwi Yadav: মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, লালু-পুত্র তেজস্বীর বিরুদ্ধে দায়ের মামলা

এমনিতেই বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের জন্য গেরুয়া বিদ্বেষীদের প্রিয়পাত্র নরত্তম মিশ্র। আপত্তিকর যে বিষয়ের কথা  আপনি বলছেন, তা কি নিজের চোখে দেখেছেন? এর জবাবে ঢোক গিলে নরত্তম বলেন, ‘আমি এক পলক দেখেছি। তবে  জেলা শাসকদের বলব, যাতে এই মাদ্রাসায় কি কি পড়ানো হচ্ছে তা ভালোভাবে দেখা হয়।’

 

কোন কোন মাদ্রাসা এমন আপত্তিকর বিষয় পড়াচ্ছে তাও  বলতে পারেনি নরত্তম। যার ফলে অনেকেই বলেছেন, কেবল বিদ্বেষীদের খুশি করতেই নরত্তম এমন হাওয়া তুলেছেন। সে কারণেই তিনি কোনও মাদ্রাসার নাম উল্লেখ করতে পারেননি। কারণ অভিযোগটাই  কাল্পনিক। যদি সত্যি তাতে সামান্যতম বাস্তব’টা থাকত তাহলে বিজেপি ছেড়ে কথা বলত না।

 

চলতি বছরের আগস্টে, মধ্যপ্রদেশের সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুর  বলেছিলেন, অবৈধভাবে পরিচালিত মাদ্রাসাগুলি মানব পাচারের জন্য ব্যবহার করা হতে পারে। তার তদন্ত হওয়া উচিত। কিন্তু সেবারও তিনি কোনো প্রমাণ ছাড়াই এই অভিযোগ করে বিদ্বেষী ও অপপ্রচার বাহিনীকে তুষ্ট করার চেষ্টা করেছিলেন।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপত্তিকর বিষয় পড়াচ্ছে মাদ্রাসা, অমূলক অভিযোগ নরত্তম মিশ্রের 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বিজেপির পছন্দের কিছু ইস্যু রয়েছে। হিন্দুত্ববাদী দল হিসাবে নিজেদের পরিচয় পাকা করতে বহু বিজেপি নেতা কুৎসা, অপপ্রচার  ও বিদ্বেষকে হাতিয়ার করে। হিন্দুদের উন্নয়নের চেয়ে তাদের কাছে বরাবর গুরুত্ব পেয়েছে মুসলিম আবেগ আহত হয় এমন ইস্যু। ইউপি, অসমের পর মধ্যপ্রদেশে তাই মাদ্রাসা নিয়ে ‘মিথ্যাচার’ করলেন সে রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র।

 

আরও পড়ুন: Adani Group-এর বিরুদ্ধে হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ খারিজ করল Sebi

রবিবার তিনি বলেন, কিছু মাদ্রাসায় আপত্তিকর বিষয় পড়ানো হয়। এই মাদ্রাসাগুলি পড়ুয়াদের ঠিক কী পড়াচ্ছে তা খতিয়ে দেখতে হবে। কোন মাদ্রাসা আপত্তিকর বিষয় পড়াচ্ছে তা অবশ্য সাংবাদিকদের সামনে স্পষ্ট করতে পারেননি তিনি।

আরও পড়ুন: নার্সিংহোমে ঝুললো তালা

 

আরও পড়ুন: RJD leader Tejashwi Yadav: মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, লালু-পুত্র তেজস্বীর বিরুদ্ধে দায়ের মামলা

এমনিতেই বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের জন্য গেরুয়া বিদ্বেষীদের প্রিয়পাত্র নরত্তম মিশ্র। আপত্তিকর যে বিষয়ের কথা  আপনি বলছেন, তা কি নিজের চোখে দেখেছেন? এর জবাবে ঢোক গিলে নরত্তম বলেন, ‘আমি এক পলক দেখেছি। তবে  জেলা শাসকদের বলব, যাতে এই মাদ্রাসায় কি কি পড়ানো হচ্ছে তা ভালোভাবে দেখা হয়।’

 

কোন কোন মাদ্রাসা এমন আপত্তিকর বিষয় পড়াচ্ছে তাও  বলতে পারেনি নরত্তম। যার ফলে অনেকেই বলেছেন, কেবল বিদ্বেষীদের খুশি করতেই নরত্তম এমন হাওয়া তুলেছেন। সে কারণেই তিনি কোনও মাদ্রাসার নাম উল্লেখ করতে পারেননি। কারণ অভিযোগটাই  কাল্পনিক। যদি সত্যি তাতে সামান্যতম বাস্তব’টা থাকত তাহলে বিজেপি ছেড়ে কথা বলত না।

 

চলতি বছরের আগস্টে, মধ্যপ্রদেশের সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুর  বলেছিলেন, অবৈধভাবে পরিচালিত মাদ্রাসাগুলি মানব পাচারের জন্য ব্যবহার করা হতে পারে। তার তদন্ত হওয়া উচিত। কিন্তু সেবারও তিনি কোনো প্রমাণ ছাড়াই এই অভিযোগ করে বিদ্বেষী ও অপপ্রচার বাহিনীকে তুষ্ট করার চেষ্টা করেছিলেন।