২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মারা  গেল স্বর্ণপদক জয়ী ইঁদুর মাগাওয়া

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 25

পুবের কলম, ওয়েবডেস্কঃ মাটির নিচে পুঁতে রাখা একের পর এক মাইন খুঁজে বের করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়ে স্বর্ণপদক জয়ী ইঁদুর মাগাওয়া মারা গেছে। মৃত্যুকালে এই ইঁদুরের বয়স হয়েছিল আট বছর। জানা গেছে, মাগাওয়া তার পাঁচ বছরের পেশাদারি জীবনে ১০০টিরও বেশি ল্যান্ডমাইন এবং অন্যান্য বিস্ফোরক খুঁজে বের করেছে। পুঁতে রাখা মাইন খুঁজে বের করতে বেলজিয়ামের দাতব্য প্রতিষ্ঠান অ্যাপোপো ইঁদুরটিকে প্রশিক্ষণ দেয়। অ্যাপোপো জানায়, ‘শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে’ মাগাওয়া। এমনিতে মাগাওয়ার স্বাস্থ্য ভালোই ছিল। জীবনের শেষ কয়েক সপ্তাহ সে খেলে কাটিয়েছে। কিন্তু হঠাৎ করে সে নড়াচড়া কমিয়ে দেয়, ঘুমাতে শুরু করে। শেষ কয়েক দিন খাবারের প্রতি তার আগ্রহ ছিল না।

‘আফ্রিকান জায়ান্ট পাউচ র‍্যাট’ মাগাওয়ার জন্ম তাঞ্জানিয়ায়। কম্বোডিয়ায় মাইন শনাক্তের কাজ শুরুর আগে মাগাওয়াকে তাঞ্জানিয়ায় ১ বছর প্রশিক্ষণ দেওয়া হয়। ১ কেজি ২০০ গ্রাম ওজনের মাগাওয়া ছিল ৭০ সেন্টিমিটার লম্বা। সে তার প্রজাতির অন্যান্য ইঁদুরের চেয়ে মোটা ছিল। অ্যাপোপো কর্তৃপক্ষ বলেছে, টেনিস খেলার একটি মাঠের সমান জায়গায় মাইন আছে কি না তা মাত্র ২০ মিনিটে বের করে ফেলত মাগাওয়া। মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের স্বীকৃতি স্বরূপ ২০২০ সালে মাগাওয়াকে ব্রিটিশ পিডিএসএ স্বর্ণপদক দেওয়া হয়।

আরও পড়ুন: কার্বনমুক্ত গ্রিড, স্বর্ণপদক বর্ধমানের লতিফের

আরও পড়ুন: যক্ষ্মা প্রতিরোধে বড় সাফল্য বাংলার, সোনার মেডেল পাচ্ছে পূর্ব মেদিনীপুর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মারা  গেল স্বর্ণপদক জয়ী ইঁদুর মাগাওয়া

আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ মাটির নিচে পুঁতে রাখা একের পর এক মাইন খুঁজে বের করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়ে স্বর্ণপদক জয়ী ইঁদুর মাগাওয়া মারা গেছে। মৃত্যুকালে এই ইঁদুরের বয়স হয়েছিল আট বছর। জানা গেছে, মাগাওয়া তার পাঁচ বছরের পেশাদারি জীবনে ১০০টিরও বেশি ল্যান্ডমাইন এবং অন্যান্য বিস্ফোরক খুঁজে বের করেছে। পুঁতে রাখা মাইন খুঁজে বের করতে বেলজিয়ামের দাতব্য প্রতিষ্ঠান অ্যাপোপো ইঁদুরটিকে প্রশিক্ষণ দেয়। অ্যাপোপো জানায়, ‘শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে’ মাগাওয়া। এমনিতে মাগাওয়ার স্বাস্থ্য ভালোই ছিল। জীবনের শেষ কয়েক সপ্তাহ সে খেলে কাটিয়েছে। কিন্তু হঠাৎ করে সে নড়াচড়া কমিয়ে দেয়, ঘুমাতে শুরু করে। শেষ কয়েক দিন খাবারের প্রতি তার আগ্রহ ছিল না।

‘আফ্রিকান জায়ান্ট পাউচ র‍্যাট’ মাগাওয়ার জন্ম তাঞ্জানিয়ায়। কম্বোডিয়ায় মাইন শনাক্তের কাজ শুরুর আগে মাগাওয়াকে তাঞ্জানিয়ায় ১ বছর প্রশিক্ষণ দেওয়া হয়। ১ কেজি ২০০ গ্রাম ওজনের মাগাওয়া ছিল ৭০ সেন্টিমিটার লম্বা। সে তার প্রজাতির অন্যান্য ইঁদুরের চেয়ে মোটা ছিল। অ্যাপোপো কর্তৃপক্ষ বলেছে, টেনিস খেলার একটি মাঠের সমান জায়গায় মাইন আছে কি না তা মাত্র ২০ মিনিটে বের করে ফেলত মাগাওয়া। মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের স্বীকৃতি স্বরূপ ২০২০ সালে মাগাওয়াকে ব্রিটিশ পিডিএসএ স্বর্ণপদক দেওয়া হয়।

আরও পড়ুন: কার্বনমুক্ত গ্রিড, স্বর্ণপদক বর্ধমানের লতিফের

আরও পড়ুন: যক্ষ্মা প্রতিরোধে বড় সাফল্য বাংলার, সোনার মেডেল পাচ্ছে পূর্ব মেদিনীপুর