০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মহামেডানের নির্বাচন ২৯ জানুয়ারি  

ইমামা খাতুন
  • আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 16

পুবের কলম ওয়েব ডেস্ক : আগামী ২৯ জানুয়ারি মহামেডান ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাদা-কালো ক্লাবে দীর্ঘদিন কোনও নির্বাচন  হয়নি। সেটা মাথায় রেখে মহামেডান ক্লাবকে এবারে একটা সঠিক দিশা দিতে নতুন এক্সিকিউটিভ কমিটি তৈরির জন্য বহু প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে  যাচ্ছে।

 

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

জানা গিয়েছে, এবার রাজ্যের বিভিন্ন জেলাগুলি থেকেও নতুন কমিটি  মেম্বার করার কথা চিন্তাভাবনা করেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান  শাসকরা। এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রেও এবার নতুন কিছু করতে  চাইছে মহামেডান স্পোর্টিং ক্লাব। এক্সিকিউটিভ কমিটি ও প্যানেল কমিটিতে আসার  জন্য আগামী ১৪ জানুয়ারি বিকেল ৪টে থেকে সাড়ে  ৫টার মধ্যে নমিনেশন ফর্ম  দেওয়া হবে ক্লাব থেকেই।

আরও পড়ুন:  দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা 

 

আরও পড়ুন: মহামেডান স্পোর্টিং ফ্যানরা প্রথমবারের খেলাতেই জিতে নিল IFA Shield UK

২২ জানুয়ারি হবে স্ক্রুটিনি। ফাইনাল লিস্ট সবার সামনে  আসবে আগামী ২৫ জানুয়ারি। এরপর ২৯ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে মিল্লি আল  আমিন কলেজে। মহামেডান ক্লাবের সদস্যদের বিশ্বাস, এই নির্বাচনের পর ক্লাব  আগের গতি বজায় রেখে চলবে আধুনিকতার ছোঁয়া নিয়ে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহামেডানের নির্বাচন ২৯ জানুয়ারি  

আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক : আগামী ২৯ জানুয়ারি মহামেডান ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাদা-কালো ক্লাবে দীর্ঘদিন কোনও নির্বাচন  হয়নি। সেটা মাথায় রেখে মহামেডান ক্লাবকে এবারে একটা সঠিক দিশা দিতে নতুন এক্সিকিউটিভ কমিটি তৈরির জন্য বহু প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে  যাচ্ছে।

 

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

জানা গিয়েছে, এবার রাজ্যের বিভিন্ন জেলাগুলি থেকেও নতুন কমিটি  মেম্বার করার কথা চিন্তাভাবনা করেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান  শাসকরা। এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রেও এবার নতুন কিছু করতে  চাইছে মহামেডান স্পোর্টিং ক্লাব। এক্সিকিউটিভ কমিটি ও প্যানেল কমিটিতে আসার  জন্য আগামী ১৪ জানুয়ারি বিকেল ৪টে থেকে সাড়ে  ৫টার মধ্যে নমিনেশন ফর্ম  দেওয়া হবে ক্লাব থেকেই।

আরও পড়ুন:  দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা 

 

আরও পড়ুন: মহামেডান স্পোর্টিং ফ্যানরা প্রথমবারের খেলাতেই জিতে নিল IFA Shield UK

২২ জানুয়ারি হবে স্ক্রুটিনি। ফাইনাল লিস্ট সবার সামনে  আসবে আগামী ২৫ জানুয়ারি। এরপর ২৯ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে মিল্লি আল  আমিন কলেজে। মহামেডান ক্লাবের সদস্যদের বিশ্বাস, এই নির্বাচনের পর ক্লাব  আগের গতি বজায় রেখে চলবে আধুনিকতার ছোঁয়া নিয়ে।