নিজেদের খরচেই সুপার কাপে মহামেডান

- আপডেট : ১২ অক্টোবর ২০২৫, রবিবার
- / 97
পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েকদিন আগেও সুপার কাপে মহামেডান স্পোর্টিংয়ের অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। ইনভেস্টর না থাকা, প্লেয়ার রেজিষ্ট্রেসন ব্যান, এই সব কারণে মহা ফাঁপড়ে থাকা সাদা-কালো ব্রিগেডের কর্তারা সিদ্ধান্ত নিলেন, নিজেদের খরচেই দলকে গোয়ায় সুপার কাপে খেলতে পাঠাবেন।
ক্লাবের তরফ থেকে মহামেডান ফুটবলারদের প্রথমে বলা হয়েছিল, ১০ অক্টোবরের মধ্যে কলকাতায় চলে আসতে। বর্তমান পরিস্থিতিতে তাদের ১৭ তারিখের মধ্যে আসার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই সুপার কাপের জন্য ফুটবলারদের গোয়া যাওয়ার টিকিট এবং হোটেল বুকিং করা হয়ে গিয়েছে।
ফুটবলাররা কলকাতায় আসার পরে সপ্তাহখানেক অনুশীলন সেরে দল গোয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে। রেজিষ্ট্রেশন ব্যান না ওঠায় ভালো দল গঠনও করতে পারছেন না সাদা-কালো কর্তারা। এই অবস্থায় সুপার কাপে মহামেডান কেমন পারফরম্যান্স করে সেই দিকে তাকিয়ে সমর্থকেরা।