০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্র সংকটঃ ইস্তফা উদ্ধবের, সুপ্রিম নির্দেশ মেনে আজ সকাল ১১ টায় আস্থা ভোট

 

 

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ কুর্সি বড় বালাই, এবার গুয়াহাটি থেকে গোয়ায় শিবসেনার বিদ্রোহী বিধায়করা

পুবের কলম ওয়েবডেস্কঃ যা হওয়ার ছিল, সেটাই ঘটল, বুধবার রাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে। আজ সকাল ১১ টায় শীর্ষ আদালতের নির্দেশে আস্থা ভোট।

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ আরও ব্যাকফুটে উদ্ধব, সেনা- বিজেপি জোট ঘিরে জল্পনা চরমে মারাঠা মুলুকে

ফেসবুক লাইভে ইস্তফা ঘোষণা করেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, ‘আস্থা ভোটের সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়ছি। বিধান পরিষদের সদস্য পদেও ইস্তফা দিচ্ছি।’ রাজভবনে গিয়ে রাজ্যপাল ভগত্‍ সিং কোসিয়ারির হাতে ইস্তফা পত্র তুলে দেন।

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ ৩৮ বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যালঘু উদ্ধব সরকার

ইস্তফা দেওয়ার পর উদ্ধব বলেন যাকে আমি বড় করলাম, তা আমার কাছে এখন পাপ। সেই পাপের ফল ভুগছি। আমাকে ধোঁকা দিল। মুখ্যমন্ত্রী পদ ছাড়ার দুঃখ নেই। আমি চাই না শিবসৈনিকরা রাস্তায় নামুক।’ তিনি আরও বলেন আস্থা ভোটে আমার আগ্রহ নেই , কার কাছে কি সংখ্যা আছে এনিয়ে আমার কোনও আগ্রহ নেই।

উদ্ধব ঠাকরের ইস্তফার পর সঞ্জয় রাউত ট্যুইট করেন আমরা একজন ভদ্র, সংবেদনশীল মুখ্যমন্ত্রীকে হারালাম।

 

 

 

পবিত্র কুরআন সঙ্গে রেখে স্টেশনে দাঁড়িয়ে শপথ, নিউ ইয়র্ককে কী বার্তা দিলেন মেয়র জোহরান মামদানি?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্র সংকটঃ ইস্তফা উদ্ধবের, সুপ্রিম নির্দেশ মেনে আজ সকাল ১১ টায় আস্থা ভোট

আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ কুর্সি বড় বালাই, এবার গুয়াহাটি থেকে গোয়ায় শিবসেনার বিদ্রোহী বিধায়করা

পুবের কলম ওয়েবডেস্কঃ যা হওয়ার ছিল, সেটাই ঘটল, বুধবার রাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে। আজ সকাল ১১ টায় শীর্ষ আদালতের নির্দেশে আস্থা ভোট।

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ আরও ব্যাকফুটে উদ্ধব, সেনা- বিজেপি জোট ঘিরে জল্পনা চরমে মারাঠা মুলুকে

ফেসবুক লাইভে ইস্তফা ঘোষণা করেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, ‘আস্থা ভোটের সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়ছি। বিধান পরিষদের সদস্য পদেও ইস্তফা দিচ্ছি।’ রাজভবনে গিয়ে রাজ্যপাল ভগত্‍ সিং কোসিয়ারির হাতে ইস্তফা পত্র তুলে দেন।

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ ৩৮ বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যালঘু উদ্ধব সরকার

ইস্তফা দেওয়ার পর উদ্ধব বলেন যাকে আমি বড় করলাম, তা আমার কাছে এখন পাপ। সেই পাপের ফল ভুগছি। আমাকে ধোঁকা দিল। মুখ্যমন্ত্রী পদ ছাড়ার দুঃখ নেই। আমি চাই না শিবসৈনিকরা রাস্তায় নামুক।’ তিনি আরও বলেন আস্থা ভোটে আমার আগ্রহ নেই , কার কাছে কি সংখ্যা আছে এনিয়ে আমার কোনও আগ্রহ নেই।

উদ্ধব ঠাকরের ইস্তফার পর সঞ্জয় রাউত ট্যুইট করেন আমরা একজন ভদ্র, সংবেদনশীল মুখ্যমন্ত্রীকে হারালাম।