০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্র সংকটঃ কুর্সি বড় বালাই, এবার গুয়াহাটি থেকে গোয়ায় শিবসেনার বিদ্রোহী বিধায়করা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার
  • / 29

পুবের কলম ওয়েবডেস্কঃ উদ্ধব ঠাকরে বনাম একনাথ শিন্ডে, প্রতিমূহুর্তে বদলাচ্ছে মহারাষ্ট্র রাজনীতির রঙ। বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে ইতিমধ্যেই আবেগঘন বার্তা দিয়েছেন উদ্ধব। কিন্তু তাতে কি আদৌ বরফ গলবে? এই টানাপোড়েনের মাঝেই  শিবসেনার বিদ্রোহী বিধায়কদের  বুধবার সন্ধ্যায় গোয়া পৌঁছানোর কথা। বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় অনাস্থা ভোটের জন্য বিশেষ অধিবেশন। মনে করা  হচ্ছে গোয়া থেকেই সরাসরি মুম্বই যাবেন শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়করা।

তবে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ জানার পরেই এই বিদ্রোহী বিধায়করা যাবেন গোয়ায়। তার  আগে পর্যন্ত গুয়াহাটির হোটেলেই থাকবেন এই বিদ্রোহী বিধায়করা। আক্ষরিক অর্থেই উদ্ধব সরকারকে ফেলতে গিয়ে ভারতভ্রমন করে ফেললেন  এই বিদ্রোহী  বিধায়করা। প্রথমে গুজরাত, সেখান থেকে উত্তর-পূর্বাঞ্চলের অসম এবার গোয়া।

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ ইস্তফা উদ্ধবের, সুপ্রিম নির্দেশ মেনে আজ সকাল ১১ টায় আস্থা ভোট

গুয়াহাটির বিলাসবহুল হোটেলে ভাড়া নেওয়া ঘরের মেয়াদ মোট  দু দফায় বাড়ানো হয়েছে। তবে এবার গুয়াহাটির  পালা চুকিয়ে গোয়া গমন। কুর্সি বড় বালাই, তাই এবার গোয়াতে বিলাসবহুল হোটেল ‘তাজ রিসর্ট অ্যান্ড কনভেনশেন সেন্টার’-এ ৭১টি ঘর ভাড়া হয়ে গিয়েছে। আপাতত সেখানেই ঠাই নেবেন শিন্ডের বিদ্রোহী বিধায়করা।

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ আরও ব্যাকফুটে উদ্ধব, সেনা- বিজেপি জোট ঘিরে জল্পনা চরমে মারাঠা মুলুকে

 

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ ৩৮ বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যালঘু উদ্ধব সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্র সংকটঃ কুর্সি বড় বালাই, এবার গুয়াহাটি থেকে গোয়ায় শিবসেনার বিদ্রোহী বিধায়করা

আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ উদ্ধব ঠাকরে বনাম একনাথ শিন্ডে, প্রতিমূহুর্তে বদলাচ্ছে মহারাষ্ট্র রাজনীতির রঙ। বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে ইতিমধ্যেই আবেগঘন বার্তা দিয়েছেন উদ্ধব। কিন্তু তাতে কি আদৌ বরফ গলবে? এই টানাপোড়েনের মাঝেই  শিবসেনার বিদ্রোহী বিধায়কদের  বুধবার সন্ধ্যায় গোয়া পৌঁছানোর কথা। বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় অনাস্থা ভোটের জন্য বিশেষ অধিবেশন। মনে করা  হচ্ছে গোয়া থেকেই সরাসরি মুম্বই যাবেন শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়করা।

তবে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ জানার পরেই এই বিদ্রোহী বিধায়করা যাবেন গোয়ায়। তার  আগে পর্যন্ত গুয়াহাটির হোটেলেই থাকবেন এই বিদ্রোহী বিধায়করা। আক্ষরিক অর্থেই উদ্ধব সরকারকে ফেলতে গিয়ে ভারতভ্রমন করে ফেললেন  এই বিদ্রোহী  বিধায়করা। প্রথমে গুজরাত, সেখান থেকে উত্তর-পূর্বাঞ্চলের অসম এবার গোয়া।

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ ইস্তফা উদ্ধবের, সুপ্রিম নির্দেশ মেনে আজ সকাল ১১ টায় আস্থা ভোট

গুয়াহাটির বিলাসবহুল হোটেলে ভাড়া নেওয়া ঘরের মেয়াদ মোট  দু দফায় বাড়ানো হয়েছে। তবে এবার গুয়াহাটির  পালা চুকিয়ে গোয়া গমন। কুর্সি বড় বালাই, তাই এবার গোয়াতে বিলাসবহুল হোটেল ‘তাজ রিসর্ট অ্যান্ড কনভেনশেন সেন্টার’-এ ৭১টি ঘর ভাড়া হয়ে গিয়েছে। আপাতত সেখানেই ঠাই নেবেন শিন্ডের বিদ্রোহী বিধায়করা।

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ আরও ব্যাকফুটে উদ্ধব, সেনা- বিজেপি জোট ঘিরে জল্পনা চরমে মারাঠা মুলুকে

 

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ ৩৮ বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যালঘু উদ্ধব সরকার