০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্র সংকটঃ ৩৮ বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যালঘু উদ্ধব সরকার

পুবের কলম ওয়েবডেস্কঃ মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটে এবার নয়া মোড়।সোমবার সকালে একনাথ শিন্ডে শিবিরের ৩৮ জন বিধায়ক উদ্ধব সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। এইদিন শিন্ডে গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে বিদ্রোহী  বিধায়কদের নিয়ে বৈঠক করেন।উদ্ধব সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করতে চেয়ে চিঠিও দিচ্ছেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে। যেখানে বলা হচ্ছে মোট ৩৮ জন বিধায়কের সমর্থনও আছে।

তবে শিবসেনার এই অভ্যন্তরীণ গোলযোগকে বিদ্রোহ বলতে চরম আপত্তি শিন্ডে পুত্রের। উদ্ধব ঠাকরে কে রীতিমত খোঁচা দিয়ে বলা হয়েছে এদিন একনাথ শিন্ডে শিবিরের তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে খোঁচা দিয়ে বলা হয়েছে, বালা সাহেব ঠাকরেকে গ্রেফতার করা ছগন ভুজবলের সঙ্গে বসতে তিনি কি কোনও ব্যথা অনুভর করেন না?  উল্লেখ্য রবিবারেই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে কেন্দ্র ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে।

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ ইস্তফা উদ্ধবের, সুপ্রিম নির্দেশ মেনে আজ সকাল ১১ টায় আস্থা ভোট

 

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ কুর্সি বড় বালাই, এবার গুয়াহাটি থেকে গোয়ায় শিবসেনার বিদ্রোহী বিধায়করা

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ আরও ব্যাকফুটে উদ্ধব, সেনা- বিজেপি জোট ঘিরে জল্পনা চরমে মারাঠা মুলুকে

পবিত্র কুরআন সঙ্গে রেখে স্টেশনে দাঁড়িয়ে শপথ, নিউ ইয়র্ককে কী বার্তা দিলেন মেয়র জোহরান মামদানি?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্র সংকটঃ ৩৮ বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যালঘু উদ্ধব সরকার

আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটে এবার নয়া মোড়।সোমবার সকালে একনাথ শিন্ডে শিবিরের ৩৮ জন বিধায়ক উদ্ধব সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। এইদিন শিন্ডে গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে বিদ্রোহী  বিধায়কদের নিয়ে বৈঠক করেন।উদ্ধব সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করতে চেয়ে চিঠিও দিচ্ছেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে। যেখানে বলা হচ্ছে মোট ৩৮ জন বিধায়কের সমর্থনও আছে।

তবে শিবসেনার এই অভ্যন্তরীণ গোলযোগকে বিদ্রোহ বলতে চরম আপত্তি শিন্ডে পুত্রের। উদ্ধব ঠাকরে কে রীতিমত খোঁচা দিয়ে বলা হয়েছে এদিন একনাথ শিন্ডে শিবিরের তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে খোঁচা দিয়ে বলা হয়েছে, বালা সাহেব ঠাকরেকে গ্রেফতার করা ছগন ভুজবলের সঙ্গে বসতে তিনি কি কোনও ব্যথা অনুভর করেন না?  উল্লেখ্য রবিবারেই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে কেন্দ্র ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে।

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ ইস্তফা উদ্ধবের, সুপ্রিম নির্দেশ মেনে আজ সকাল ১১ টায় আস্থা ভোট

 

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ কুর্সি বড় বালাই, এবার গুয়াহাটি থেকে গোয়ায় শিবসেনার বিদ্রোহী বিধায়করা

আরও পড়ুন: মহারাষ্ট্র সংকটঃ আরও ব্যাকফুটে উদ্ধব, সেনা- বিজেপি জোট ঘিরে জল্পনা চরমে মারাঠা মুলুকে