০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিবাদ: এমভিএ নেতাদের বেলগাভীতে প্রবেশে বাধা পুলিশের

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 171

পুবের কলম ওয়েব ডেস্কঃ মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিবাদ তুঙ্গে। সোমবার জাতীয়তাবাদী কংগ্রেস (এনসিপি) এবং মহারাষ্ট্র ইন্টিগ্রেশন কমিটির (এমইএস) সদস্যরা দুই রাজ্যের বিতর্কিত সীমান্ত বেলগাভীতে প্রবেশ করতে গেলে কর্নাটক পুলিশ বাধা, দিলে মুম্বইয়ে বিক্ষোভ প্রদর্শন আরও জোরদার হয়। মহারাষ্ট্রের নেতারা বিক্ষোভ প্রদর্শন করতে বেলগাভীতে প্রবেশের চেষ্টা করে।

 

আরও পড়ুন: কর্ণাটকে সেনার পোশাকে দুঃসাহসী ডাকাতি, ৫৮ কেজি সোনা লুট

কর্নাটক পুলিশ এনসিপি নেতা হাসান মুশ্রীফ এবং শিবসেনার কোলহাপুরের জেলা সভাপতি বিজয় দেবানেকে সুরক্ষার কারণে হেফাজতে নিয়েছে। মহারাষ্ট্র ইন্টিগ্রেশন কমিটি সোমবার বেলগাভীতে আয়োজিত ‘মহামেলা’য় অংশগ্রহণ করতে শিবসেনা সাংসদ ধৈর্যশীল মানেকে আটকায় কর্নাটক পুলিশ। এর আগে কর্নাটক বিধানসভার শীতকালীন অধিবেশনের শুরুর দিন এমইএস নেতৃত্বর ‘মহামেলবা’ সম্মেলনে নিষেধাজ্ঞা জারি করে কর্নাটক পুলিশ। এমনকী ১৪৪ ধারা জারি করা হয়। সীমান্ত বিতর্ক নিয়ে সোমবার উভয় রাজ্যের বিধানসভাই সরগরম ছিল।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

কংগ্রেসের বরীষ্ঠ নেতা অশোক চহ্বান সোমবার দাবি করেন, দুই রাজ্যের সীমান্ত বিবাদের মধ্যে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই-এর ‘ভুয়ো’ ট্যুইটার হ্যান্ডেল ইস্যুতে মহারাষ্ট্রকে বিভ্রান্ত করা হচ্ছে।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

বিধানভবনে সাংবাদিকদের চহ্বান জিজ্ঞাসা করেন রাজ্য সরকার এ বিষয়ে মৌন কেন? তাঁর অভিযোগ, রাজ্য সরকার কর্নাটককে একটি ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্টের ইস্যুতে বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করছে বলে মনে হচ্ছে, যেখানে ‘উস্কানিমূলক মন্তব্য’ করা হয়েছিল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিবাদ: এমভিএ নেতাদের বেলগাভীতে প্রবেশে বাধা পুলিশের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিবাদ তুঙ্গে। সোমবার জাতীয়তাবাদী কংগ্রেস (এনসিপি) এবং মহারাষ্ট্র ইন্টিগ্রেশন কমিটির (এমইএস) সদস্যরা দুই রাজ্যের বিতর্কিত সীমান্ত বেলগাভীতে প্রবেশ করতে গেলে কর্নাটক পুলিশ বাধা, দিলে মুম্বইয়ে বিক্ষোভ প্রদর্শন আরও জোরদার হয়। মহারাষ্ট্রের নেতারা বিক্ষোভ প্রদর্শন করতে বেলগাভীতে প্রবেশের চেষ্টা করে।

 

আরও পড়ুন: কর্ণাটকে সেনার পোশাকে দুঃসাহসী ডাকাতি, ৫৮ কেজি সোনা লুট

কর্নাটক পুলিশ এনসিপি নেতা হাসান মুশ্রীফ এবং শিবসেনার কোলহাপুরের জেলা সভাপতি বিজয় দেবানেকে সুরক্ষার কারণে হেফাজতে নিয়েছে। মহারাষ্ট্র ইন্টিগ্রেশন কমিটি সোমবার বেলগাভীতে আয়োজিত ‘মহামেলা’য় অংশগ্রহণ করতে শিবসেনা সাংসদ ধৈর্যশীল মানেকে আটকায় কর্নাটক পুলিশ। এর আগে কর্নাটক বিধানসভার শীতকালীন অধিবেশনের শুরুর দিন এমইএস নেতৃত্বর ‘মহামেলবা’ সম্মেলনে নিষেধাজ্ঞা জারি করে কর্নাটক পুলিশ। এমনকী ১৪৪ ধারা জারি করা হয়। সীমান্ত বিতর্ক নিয়ে সোমবার উভয় রাজ্যের বিধানসভাই সরগরম ছিল।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

কংগ্রেসের বরীষ্ঠ নেতা অশোক চহ্বান সোমবার দাবি করেন, দুই রাজ্যের সীমান্ত বিবাদের মধ্যে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই-এর ‘ভুয়ো’ ট্যুইটার হ্যান্ডেল ইস্যুতে মহারাষ্ট্রকে বিভ্রান্ত করা হচ্ছে।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

বিধানভবনে সাংবাদিকদের চহ্বান জিজ্ঞাসা করেন রাজ্য সরকার এ বিষয়ে মৌন কেন? তাঁর অভিযোগ, রাজ্য সরকার কর্নাটককে একটি ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্টের ইস্যুতে বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করছে বলে মনে হচ্ছে, যেখানে ‘উস্কানিমূলক মন্তব্য’ করা হয়েছিল।