০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হুড় মুড়িয়ে ভেঙে পড়ল মালঞ্চ ব্রিজ, ভুয়ো ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়, আতঙ্কিত এলাকার মানুষ

ইমামা খাতুন
  • আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
  • / 22

ইনামুল হক, বসিরহাট : এআইতে বানানো আতঙ্কের ভিডিও এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে নেট দুনিয়ায়। দিন কয়েক আগে বারাসতের কদম্বগাছির উলা কালসারা কাদেরিয়া হাই মাদ্রাসা চত্বরে তিন-তিনটে রয়েল বেঙ্গল টাইগারের ঘোরাঘুরির ভিডিওয় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে।

এক শিক্ষকের তৈরি করা এই ভুয়ো ভিডিও নিয়ে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। এবার ৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার মালঞ্চ ব্রিজ হুড় মুড়িয়ে ভেঙে পড়ছে নদীতে । যে দৃশ্য লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই ছবি একের পর এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে । যা দেখে রীতিমতো আতঙ্কিত বিস্তীর্ণ এলাকার মানুষ।

আরও পড়ুন: ‘‘আমি একজন কাশ্মীরি পণ্ডিত তবু ‘কাশ্মীর ফাইলস’ দেখব না’’

হুড় মুড়িয়ে ভেঙে পড়ল মালঞ্চ ব্রিজ, ভুয়ো ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়, আতঙ্কিত এলাকার মানুষ

এলাকার মানুষের অভিযোগ-এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে , শুধু তাই না ভিডিওর উপরে লেখা এই মুহূর্তে ভেঙে পড়ল মালঞ্চ ব্রিজ , আর এই ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেই দূর দুরান্ত থেকে মানুষ ফোন করে খবর নিচ্ছে , প্রচুর মানুষ তাড়াহুড়ো করে ব্রিজের কাছে চলে এসেছে দেখার জন্য। অথচ বিদ্যাধরী নদীর উপর মালঞ্চের কাছে এই নদী পুরোপুরি অক্ষত আছে।

স্বাভাবিক যান চলাচল করছে। এই ভুয়ো ভিডিওয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ানোর প্রতিবাদ করেছেন মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা। এলাকার বাসিন্দা গিয়াসুদ্দিন আলিয়াভী, রাহুল গিরি,আশের আলি মোল্লারা দাবি করেছেন-এই ধরনের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে অহেতুক মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করা অন্যায় । যারা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া উচিত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হুড় মুড়িয়ে ভেঙে পড়ল মালঞ্চ ব্রিজ, ভুয়ো ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়, আতঙ্কিত এলাকার মানুষ

আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার

ইনামুল হক, বসিরহাট : এআইতে বানানো আতঙ্কের ভিডিও এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে নেট দুনিয়ায়। দিন কয়েক আগে বারাসতের কদম্বগাছির উলা কালসারা কাদেরিয়া হাই মাদ্রাসা চত্বরে তিন-তিনটে রয়েল বেঙ্গল টাইগারের ঘোরাঘুরির ভিডিওয় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে।

এক শিক্ষকের তৈরি করা এই ভুয়ো ভিডিও নিয়ে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। এবার ৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার মালঞ্চ ব্রিজ হুড় মুড়িয়ে ভেঙে পড়ছে নদীতে । যে দৃশ্য লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই ছবি একের পর এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে । যা দেখে রীতিমতো আতঙ্কিত বিস্তীর্ণ এলাকার মানুষ।

আরও পড়ুন: ‘‘আমি একজন কাশ্মীরি পণ্ডিত তবু ‘কাশ্মীর ফাইলস’ দেখব না’’

হুড় মুড়িয়ে ভেঙে পড়ল মালঞ্চ ব্রিজ, ভুয়ো ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়, আতঙ্কিত এলাকার মানুষ

এলাকার মানুষের অভিযোগ-এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে , শুধু তাই না ভিডিওর উপরে লেখা এই মুহূর্তে ভেঙে পড়ল মালঞ্চ ব্রিজ , আর এই ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেই দূর দুরান্ত থেকে মানুষ ফোন করে খবর নিচ্ছে , প্রচুর মানুষ তাড়াহুড়ো করে ব্রিজের কাছে চলে এসেছে দেখার জন্য। অথচ বিদ্যাধরী নদীর উপর মালঞ্চের কাছে এই নদী পুরোপুরি অক্ষত আছে।

স্বাভাবিক যান চলাচল করছে। এই ভুয়ো ভিডিওয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ানোর প্রতিবাদ করেছেন মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা। এলাকার বাসিন্দা গিয়াসুদ্দিন আলিয়াভী, রাহুল গিরি,আশের আলি মোল্লারা দাবি করেছেন-এই ধরনের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে অহেতুক মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করা অন্যায় । যারা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া উচিত।