০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতি নিয়ে ক্ষুব্ধ মমতা, উদ্ধব ঠাকরের হয়ে সুবিচার চাই জানালেন মুখ্যমন্ত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 48

পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতিতে যেভাবে প্রতি মিনিটে পট পরিবর্তন হচ্ছে, তা যে তিনি কোনওভাবেই সমর্থন করছেন না সেটাই স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করে বলেন অনৈতিকভাবে সরকার ভাঙবে। নাম না করে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে বিজেপি। তীব্র ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, একদিন না একদিন যেতে হবে, যতই বাহুবল দেখান না কেন আপনারা।

মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধব ঠাকরের হয়ে সুবিচার চাই।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

এদিকে, মহারাষ্ট্রের ঘোর সংকটে উদ্ধব সরকার। প্রতি মুহূর্তে টান টান উত্তেজনায় ঘটছে নাটকীয় পরিবর্তন। বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিন্ডে দাবি করেছেন তাদের কাছে এই মুহূর্তে ৪৯ জন বিধায়ক আছেন। এর মধ্যে ৪২ জন শিবসেনা ও ৭ জন নির্দল। শিন্ডের দাবি, বিধায়কের সংখ্যা আরও বাড়বে। বিধায়কদের লম্বা সারিতে বসিয়ে একটি ভিডিও প্রকাশ করেন শিন্ডে। এদিকে দুই শিবসেনা বিধায়কের অভিযোগ শিন্ডে ক্ষমতা প্রয়োগ করছে।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

 

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতি নিয়ে ক্ষুব্ধ মমতা, উদ্ধব ঠাকরের হয়ে সুবিচার চাই জানালেন মুখ্যমন্ত্রী

আপডেট : ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতিতে যেভাবে প্রতি মিনিটে পট পরিবর্তন হচ্ছে, তা যে তিনি কোনওভাবেই সমর্থন করছেন না সেটাই স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করে বলেন অনৈতিকভাবে সরকার ভাঙবে। নাম না করে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে বিজেপি। তীব্র ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, একদিন না একদিন যেতে হবে, যতই বাহুবল দেখান না কেন আপনারা।

মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধব ঠাকরের হয়ে সুবিচার চাই।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

এদিকে, মহারাষ্ট্রের ঘোর সংকটে উদ্ধব সরকার। প্রতি মুহূর্তে টান টান উত্তেজনায় ঘটছে নাটকীয় পরিবর্তন। বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিন্ডে দাবি করেছেন তাদের কাছে এই মুহূর্তে ৪৯ জন বিধায়ক আছেন। এর মধ্যে ৪২ জন শিবসেনা ও ৭ জন নির্দল। শিন্ডের দাবি, বিধায়কের সংখ্যা আরও বাড়বে। বিধায়কদের লম্বা সারিতে বসিয়ে একটি ভিডিও প্রকাশ করেন শিন্ডে। এদিকে দুই শিবসেনা বিধায়কের অভিযোগ শিন্ডে ক্ষমতা প্রয়োগ করছে।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

 

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি