পুবের কলম, ওয়েবডেস্ক: লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় জমায়েত করা দর্শকদের হট্টগোলে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন। এই লজ্জাজনক ঘটনার কড়া নিন্দা করে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি-র কাছে, পাশাপাশি হতাশ দর্শকদের প্রতিও দুঃখপ্রকাশ করেছেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়-এর নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার নির্ধারিত সময়েই যুবভারতী ক্রীড়াঙ্গন-এ পৌঁছন মেসি। তাঁর সঙ্গে মাঠে প্রবেশ করেন লুইস সুয়ারেজ ও রডরিগো ডি’পল। তবে আয়োজক ও অতিথিদের ভিড়ে কার্যত আড়াল হয়ে যান মেসি। হাসিমুখে হাত নেড়েও দর্শকদের নজরে না পড়ায় গ্যালারিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাজনিত কারণে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি; মুখ্যমন্ত্রীর স্টেডিয়ামে যাওয়ার কর্মসূচিও বাতিল হয়।
এক্স-এ দীর্ঘ পোস্টে মুখ্যমন্ত্রী জানান, অব্যবস্থায় তিনি মর্মাহত। তদন্ত কমিটিতে মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিবরা থাকবেন। ঘটনার দায় নির্ধারণ, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকানোর উপায় এবং প্রয়োজনে দর্শকদের টিকিটের টাকা ফেরতের বিষয়ও খতিয়ে দেখা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।


































