০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ, বাসন্তী পুজোর জন্য বিদেশ সফর কাটছাঁট তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee

ইমামা খাতুন
  • আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
  • / 230

উৎসবের জন্য বিদেশ সফর কাটছাঁট মমতার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ঈদ, বাসন্তী পুজো সহ নানা উৎসবের জের। বিদেশ সফর কাটছাঁট করছেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)। বলা বাহুল্য, আমন্ত্রণ পেয়ে বিদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের মধ্যে ২৪ মার্চ ভারতীয় দূতাবাসের প্রোগাম রয়েছে, ২৫ মার্চ বিজিবিএস-এর প্রোগ্রাম, ২৬ তারিখ জিটুজি ও ২৭ মার্চ অক্সফোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়ে যাবেন তিনি।

আরও পড়ুন:• আইপিএল প্রতি ৫ সেকেন্ডে বিজ্ঞাপনের দর ১১ লক্ষ টাকা

আরও পড়ুন: বাংলার হজ আবেদনকারীদের সংখ্যা ২০২৬-এ আরও কমে যাচ্ছে

২৮ তারিখে কলকাতায় ফিরবেন মমতা (Mamata Banerjee)। আরও একটি দেশে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী। ঈদ ও বাসন্তী পুজোর জন্য সেই সফর বাতিল করেছেন তিনি। লন্ডনের পাশাপাশি জাপান এবং পোল‍্যান্ডেও আমন্ত্রণ ছিল বলে জানিয়েছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, ‘সেগুলো পরে যাব।’ সাংবাদিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়। ঈদ ও বাসন্তী পুজোর পাশাপাশি রামনবমীতে নিরাপত্তা নিয়ে কী ব্যবস্থা করা হচ্ছে, সেই প্রশ্ন করা হয় মমতাকে। এ কথা শুনে মমতা বলেন, ‘এই সব প্রশ্ন করবেন না।’ এই রাজ্যে ঈদ, বাসন্তী পুজো, রামনবমী, পয়লা বৈশাখ- সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হবে বলে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন: এমএসএমই-তে মহিলাদের নেতৃত্বদানে এক নম্বরে বাংলা

আরও পড়ুন: মুরগির মাংসের দাম নিম্নমুখী, চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদ, বাসন্তী পুজোর জন্য বিদেশ সফর কাটছাঁট তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee

আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

উৎসবের জন্য বিদেশ সফর কাটছাঁট মমতার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ঈদ, বাসন্তী পুজো সহ নানা উৎসবের জের। বিদেশ সফর কাটছাঁট করছেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)। বলা বাহুল্য, আমন্ত্রণ পেয়ে বিদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের মধ্যে ২৪ মার্চ ভারতীয় দূতাবাসের প্রোগাম রয়েছে, ২৫ মার্চ বিজিবিএস-এর প্রোগ্রাম, ২৬ তারিখ জিটুজি ও ২৭ মার্চ অক্সফোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়ে যাবেন তিনি।

আরও পড়ুন:• আইপিএল প্রতি ৫ সেকেন্ডে বিজ্ঞাপনের দর ১১ লক্ষ টাকা

আরও পড়ুন: বাংলার হজ আবেদনকারীদের সংখ্যা ২০২৬-এ আরও কমে যাচ্ছে

২৮ তারিখে কলকাতায় ফিরবেন মমতা (Mamata Banerjee)। আরও একটি দেশে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী। ঈদ ও বাসন্তী পুজোর জন্য সেই সফর বাতিল করেছেন তিনি। লন্ডনের পাশাপাশি জাপান এবং পোল‍্যান্ডেও আমন্ত্রণ ছিল বলে জানিয়েছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, ‘সেগুলো পরে যাব।’ সাংবাদিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়। ঈদ ও বাসন্তী পুজোর পাশাপাশি রামনবমীতে নিরাপত্তা নিয়ে কী ব্যবস্থা করা হচ্ছে, সেই প্রশ্ন করা হয় মমতাকে। এ কথা শুনে মমতা বলেন, ‘এই সব প্রশ্ন করবেন না।’ এই রাজ্যে ঈদ, বাসন্তী পুজো, রামনবমী, পয়লা বৈশাখ- সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হবে বলে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন: এমএসএমই-তে মহিলাদের নেতৃত্বদানে এক নম্বরে বাংলা

আরও পড়ুন: মুরগির মাংসের দাম নিম্নমুখী, চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের