২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক মমতার

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ জুলাই ২০২৫, সোমবার
  • / 25

পুবের কলম,ওয়েবডেস্ক: সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে একাধিক ইস্যুতে সরব হন তিনি। জেলা শাসকের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন,  “ডিএমদের চোখ কান খোলা রাখতে হবে। আমি অনেক সময় দেখছি ডিএমরা অধঃস্তনদের দায়িত্ব দিয়ে দিচ্ছে। তারা খেয়াল রাখছে না। বাংলা থেকে ১ হাজার লোককে প্রায় দিল্লিতে ট্রেনিং দিতে নিয়ে গেছে। আমি জানতাম না। ডিএমদের উচিত ছিল আমাকে জানানো। সিএসকে জানানো।”

* সাত দিনের ব্যবধানে বীরভূমে দুই দাপুটে তৃণমূল নেতা খুনে রাজ্য গোয়েন্দা দফতর (আইবি) ও জেলা পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় তোলেন তিনি। এছাড়া সংশ্লিষ্ট ঘটনায় পুলিশি ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

* এদিন বিএলও-দের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন। আমার অনুরোধ থাকবে যাতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যেন না যায় সেটা দেখার। মনে রাখবেন আপনারা রাজ্য সরকারি কর্মী। কোনও মানুষকে অযথা হেনস্তা করবেন না। দেখবেন যেন মানুষ হেনস্তা না হয়।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক মমতার

আপডেট : ২৮ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে একাধিক ইস্যুতে সরব হন তিনি। জেলা শাসকের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন,  “ডিএমদের চোখ কান খোলা রাখতে হবে। আমি অনেক সময় দেখছি ডিএমরা অধঃস্তনদের দায়িত্ব দিয়ে দিচ্ছে। তারা খেয়াল রাখছে না। বাংলা থেকে ১ হাজার লোককে প্রায় দিল্লিতে ট্রেনিং দিতে নিয়ে গেছে। আমি জানতাম না। ডিএমদের উচিত ছিল আমাকে জানানো। সিএসকে জানানো।”

* সাত দিনের ব্যবধানে বীরভূমে দুই দাপুটে তৃণমূল নেতা খুনে রাজ্য গোয়েন্দা দফতর (আইবি) ও জেলা পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় তোলেন তিনি। এছাড়া সংশ্লিষ্ট ঘটনায় পুলিশি ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

* এদিন বিএলও-দের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন। আমার অনুরোধ থাকবে যাতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যেন না যায় সেটা দেখার। মনে রাখবেন আপনারা রাজ্য সরকারি কর্মী। কোনও মানুষকে অযথা হেনস্তা করবেন না। দেখবেন যেন মানুষ হেনস্তা না হয়।