বলে শট মেরে ১৩৪ তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মমতা

- আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার
- / 39
পুবের কলম ওয়েবডেস্ক: প্রচন্ড গরম উপেক্ষা করে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে উদ্বোধন হলো ১৩৪ তম ডুরান্ড কাপের আসর। ঘড়ির কাটায় তখন ৪ টে ৪২ মিনিট। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনা আধিকারিকরা তাকে নিয়ে ঢুকলেন স্টেডিয়ামের অন্দরে ।
ইস্টবেঙ্গল ও সাউথ ইউনাইটেড এফসি দুটি দলই ততক্ষণে ওয়ার্ম আপের জন্য মাঠে নেমে পড়েছে। ঘড়ির কাঁটায় তখন ৪ টে ৫৭। মমতা সরকারি আধিকারিকদের নিয়ে মাঠের দিকে এগোলেন। পাঁচটায় মাঠে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী। কাট আউট দিয়ে মাঠে ঢুকলেন তিনি। সঙ্গে সেনা আধিকারিকরা। মাঠে তখন শিল্পীরা গাইছেন ‘গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ।’
এরপর ছিল ছৌ নাচ। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন সংস্কৃতি প্রদর্শনের মধ্যে দিয়ে প্রকাশিত হলো ডুরান্ডের ঐতিহ্য। প্রদর্শিত হল রেজিমেন্টাল পারফরম্যান্সও। দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারা প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রীসহ সেনা আধিকারিকরা।
ঘড়ির কাটায় ৫টা ২৩ । ড্রেসিংরুম থেকে মাঠে ঢুকলেন দুই দলের ফুটবলাররা। ঘড়ির কাটায় ৫টা ২৬ । মাঠে প্রবেশ করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দলের ফুটবলার রেফারীদের সঙ্গে পরিচিত হলেন তিনি। সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস, মনিশ গুপ্ত ও সেনার অফিসাররা।
৫ টা ২৯ মিনিটে বলে শট মেরে ১৩৪ তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার নয়। অধিকারিকদের অনুরোধে দ্বিতীয়বার আবার তিনি বলে শট মারলেন।