breaking: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে দ্বিতীয়বার ওড়িশায় মমতা

- আপডেট : ৬ জুন ২০২৩, মঙ্গলবার
- / 21
পুবের কলম, ওয়েবডেস্ক: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ওড়িশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় জানান ওড়িশায় আসার কথা। দুর্ঘটনায় পরেরই দিনই বালেশ্বরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন হতা-হতদের উদ্দেশে আর্থিক ঘোষণা করেন তিনি। আহতদের পাশে থাকার বার্তা দিতে ফের ওড়িশা সফর করলেন মমতা।
ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। দেহ শনাক্তকরণের পর সেখান থেকে গতকাল দেহ এসে রাজ্যে পৌঁছচ্ছে। সেই কাজে তদারকি করার জন্য তিনদিনের পাহাড় সফর এদিন বাতিল করেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ৯০ জন শনাক্তকরণ হয়েছে। মৃতের পরিবার ৫ লাখ টাকা করে অনুদান পাবেন। পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেব।