২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভবানীপুরে ‘দিদির সুরক্ষা কবচ’, এর প্রচারে আজ পথে নামতে পারেন মমতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 63

পুবের কলম প্রতিবেদকঃ  ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবজ’  সফল করতে নামবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এই কেন্দ্রের বিধায়কের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার জনসংযোগ কর্মসূচির সূচনায় বিধানসভা কেন্দ্রিক যে সাংবাদিক সম্মেলন তাতে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী। তার বদলে এদিন সাংবাদিক সম্মেলন করলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ছিলেন জেলা সভাপতি দেবাশীষ কুমার, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় প্রমূখ। তারা স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন স্থানীয় বিধায়ক হিসাবে তার ব্যস্ত সিডিউলের মাঝেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এদিন লেডিস পার্কে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় আর সেখানেই দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশীষ কুমার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজেই তো জানিয়েছেন যে দলের এই গুরুত্বপূর্ণ জনসংযোগ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজে যোগদান করবেন। এরপরে এই নিয়ে সন্দেহের অবকাশ নেই। তার মতে মুখ্যমন্ত্রী তার মত করে সময় সুযোগ বুঝে নামবেন। কিন্তু সামগ্রিকভাবে বিধানসভা জুড়ে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমরা আছিই।

আরও পড়ুন: রামনবমীর শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের, শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

এদিকে সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, দিদির সুরক্ষা কবজে আমরা হলাম দিদির দূত। মুখ্যমন্ত্রী তার মত করে কর্মসূচিতে যোগদান করবেন। বাকিটা দিদির দূত হয়ে আমরাই করব।

আরও পড়ুন: রেড রোডে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর, রিজওয়ানুরের বাড়িতে মমতা-অভিষেক

আরও পড়ুন: মেগা বৈঠক, চিকিৎসকদের ভাতা- বেতন বাড়ালেন মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভবানীপুরে ‘দিদির সুরক্ষা কবচ’, এর প্রচারে আজ পথে নামতে পারেন মমতা

আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ  ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবজ’  সফল করতে নামবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এই কেন্দ্রের বিধায়কের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার জনসংযোগ কর্মসূচির সূচনায় বিধানসভা কেন্দ্রিক যে সাংবাদিক সম্মেলন তাতে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী। তার বদলে এদিন সাংবাদিক সম্মেলন করলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ছিলেন জেলা সভাপতি দেবাশীষ কুমার, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় প্রমূখ। তারা স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন স্থানীয় বিধায়ক হিসাবে তার ব্যস্ত সিডিউলের মাঝেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এদিন লেডিস পার্কে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় আর সেখানেই দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশীষ কুমার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজেই তো জানিয়েছেন যে দলের এই গুরুত্বপূর্ণ জনসংযোগ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজে যোগদান করবেন। এরপরে এই নিয়ে সন্দেহের অবকাশ নেই। তার মতে মুখ্যমন্ত্রী তার মত করে সময় সুযোগ বুঝে নামবেন। কিন্তু সামগ্রিকভাবে বিধানসভা জুড়ে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমরা আছিই।

আরও পড়ুন: রামনবমীর শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের, শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

এদিকে সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, দিদির সুরক্ষা কবজে আমরা হলাম দিদির দূত। মুখ্যমন্ত্রী তার মত করে কর্মসূচিতে যোগদান করবেন। বাকিটা দিদির দূত হয়ে আমরাই করব।

আরও পড়ুন: রেড রোডে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর, রিজওয়ানুরের বাড়িতে মমতা-অভিষেক

আরও পড়ুন: মেগা বৈঠক, চিকিৎসকদের ভাতা- বেতন বাড়ালেন মমতা