লালন শেখের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন মমতা

- আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
- / 28
পুবের কলম ওয়েব ডেস্কঃ বগটুই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু কি স্বাভাবিক, নাকি তদন্তকে প্রভাবিত করার জন্য এই ঘটনা ঘটানো হল! সোমবার লালন শেখের মৃত্যু নিয়ে এভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কাঠগড়ায় তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার এই প্রসঙ্গে মুখ খুলে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, লালন মৃত্যু নিয়ে রাজ্য সরকারও বিষয়টি দেখবে। এদিন মুখ্যমন্ত্রী ও সিবিআই হেফাজতে কিভাবে লালন শেখের মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লালন শেখের মৃত্যু দুর্ভাগ্যজনক। কিন্তু সিবিআই হেফাজতে কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ঘটনার নিন্দা করছি, যদি সিবিআই এতই স্মার্ট-ই হয়, তাহলে তাদের হেফাজতে কেন মারা গেল? তার স্ত্রী মনে হয় এফআইআর দায়ের করেছেন। আমরাও বিষয়টি তুলব।
প্রসঙ্গত, গত সোমবার সিবিআই রাস্তায় ক্যাম্পে ঝুলন্ত অবস্থায় লালন শেখের দেহ পাওয়া যায়। এরপরই তৃণমূল নেতৃত্ব তদন্তের দাবিতে সরব হয়েছে। এমনকী, এই ঘটনার তদন্তে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন সরাসরি এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা প্রকাশ করলেন।