১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে মাদার টেরেসা স্মরণ মমতার

মারুফা খাতুন
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
  • / 352

পুবের কলম প্রতিবেদক : মাদার টেরেসার জন্মভূমি আয়ারল্যান্ড হলেও তাঁর কর্মভূমি ছিল ভারত। বিদেশের চেয়েও অনেক বেশিদিন ছিলেন ভারতে। কাজ করেছেন অগণিত মানুষের জন্য, যারা সমাজে পিছিয়ে পড়া শ্রেণির মানুষ। যাদের জীবনে কোনও আশাই ছিল না, তাদের জীবনে আশা জাগিয়েছিলেন মাদার টেরেসা।

আঠেরো বছর বয়সে তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করে আয়ারল্যান্ড যান এবং সেখানে লরেটো সিস্টারদের সঙ্গে যোগ দেন। তারপর ভারতের বিভিন্ন এলাকায় ধর্মপ্রচারের কাজ করবেন। মাদারের কাজ যেভাবে অনুপ্রাণিত করেছিল বাংলার মুখ্যমন্ত্রীকে সে কথাই প্রকাশ পেয়েছে তাঁর এক্স হ্যান্ডেল বার্তায়।

আরও পড়ুন: Global Peace Index 2025: আয়ারল্যান্ড পেল বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশের খেতাব

মঙ্গলবার তাঁর জন্মবার্ষিকীতে নিজের এক্স হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, সেন্ট টেরেসা অফ ক্যালকাটা, মাদার টেরেসার জন্মবার্ষিকীতে আমি তাঁকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই। মাদার ছিলেন শান্তি, সৌভ্রাতৃত্ব এবং মানবতার প্রতীক। মানুষের প্রতি ভালোবাসা কোন পর্যায়ে যেতে পারে, সেবা কত নিঃস্বার্থ হতে পারে, মাদার তা সারা বিশ্বকে দেখিয়ে গিয়েছেন। সারা বিশ্ব জুড়ে আমার মতো অগণিত মানুষকে তাঁর এই মানবপ্রেম অনুপ্রাণিত করে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ভালোর জন্য আরও কাজ করে যেতে।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

মমতা লিখেছেন, আমার পরম সৌভাগ্য আমি তাঁর মতো মানুষের সান্নিধ্যে আসতে পেরেছিলাম এবং তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক সুরক্ষার অন্য নানা দিকে আমরা যে সহস্র কর্মকাণ্ডে জড়িয়ে আছি, তার পেছনে অনেকটা প্রেরণা তো তাঁরই।

আরও পড়ুন: মহালয়ায় সবাইককে শুভেচ্ছা মমতা-অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জন্মদিনে মাদার টেরেসা স্মরণ মমতার

আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক : মাদার টেরেসার জন্মভূমি আয়ারল্যান্ড হলেও তাঁর কর্মভূমি ছিল ভারত। বিদেশের চেয়েও অনেক বেশিদিন ছিলেন ভারতে। কাজ করেছেন অগণিত মানুষের জন্য, যারা সমাজে পিছিয়ে পড়া শ্রেণির মানুষ। যাদের জীবনে কোনও আশাই ছিল না, তাদের জীবনে আশা জাগিয়েছিলেন মাদার টেরেসা।

আঠেরো বছর বয়সে তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করে আয়ারল্যান্ড যান এবং সেখানে লরেটো সিস্টারদের সঙ্গে যোগ দেন। তারপর ভারতের বিভিন্ন এলাকায় ধর্মপ্রচারের কাজ করবেন। মাদারের কাজ যেভাবে অনুপ্রাণিত করেছিল বাংলার মুখ্যমন্ত্রীকে সে কথাই প্রকাশ পেয়েছে তাঁর এক্স হ্যান্ডেল বার্তায়।

আরও পড়ুন: Global Peace Index 2025: আয়ারল্যান্ড পেল বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশের খেতাব

মঙ্গলবার তাঁর জন্মবার্ষিকীতে নিজের এক্স হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, সেন্ট টেরেসা অফ ক্যালকাটা, মাদার টেরেসার জন্মবার্ষিকীতে আমি তাঁকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই। মাদার ছিলেন শান্তি, সৌভ্রাতৃত্ব এবং মানবতার প্রতীক। মানুষের প্রতি ভালোবাসা কোন পর্যায়ে যেতে পারে, সেবা কত নিঃস্বার্থ হতে পারে, মাদার তা সারা বিশ্বকে দেখিয়ে গিয়েছেন। সারা বিশ্ব জুড়ে আমার মতো অগণিত মানুষকে তাঁর এই মানবপ্রেম অনুপ্রাণিত করে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ভালোর জন্য আরও কাজ করে যেতে।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

মমতা লিখেছেন, আমার পরম সৌভাগ্য আমি তাঁর মতো মানুষের সান্নিধ্যে আসতে পেরেছিলাম এবং তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক সুরক্ষার অন্য নানা দিকে আমরা যে সহস্র কর্মকাণ্ডে জড়িয়ে আছি, তার পেছনে অনেকটা প্রেরণা তো তাঁরই।

আরও পড়ুন: মহালয়ায় সবাইককে শুভেচ্ছা মমতা-অভিষেকের