এনআরসি নিয়ে বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় : হিমন্ত বিশ্ব শর্মা

- আপডেট : ৮ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 359
পুবের কলম ওয়েবডেস্ক : গত ৭ই আগস্ট ঝাড়গ্রামের জনসভায় এনারসি ও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “আমাদের শপথ এনআরসি করতে দেব না। অসম থেকে বাংলার মানুষদেরকে এনআরসি নোটিস পাঠানো হচ্ছে, সাহস তো কম নয়! নোটিস পাঠালে কেউ যাবেন না। আমরা এখান থেকে আইনজীবী দিয়ে লড়িয়ে নেব। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন।”
এই মন্তব্যের পাল্টা জবাবে গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এনআরসি নিয়ে বলছেন। গত পাঁচ বছরে তো তিনি এ বিষয়ে কিছু বলেননি। এখন নির্বাচন আসছে বলেই তিনি বাঙালিদের মধ্যে ভয় দেখিয়ে ভোট নিতে চাইছেন। তিনি আরও বলেছেন, মমতা আতঙ্ক ছড়াচ্ছেন এনআরসি নিয়ে। তাঁর দাবি, “এনআরসি নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি। তবুও বিধানসভা নির্বাচনের আগে বাঙালিদের মধ্যে ভয় ছড়াতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ এক রাজনৈতিক কৌশল।”
অসমের মুখ্যমন্ত্রীর এই আক্রমণের জবাবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারও পালটা তোপ দেগেছেন। বর্তমানে এনআরসি ইস্যুতে উত্তপ্ত রাজনীতি। “আগে ওনারা নিজেদের মধ্যে ঠিক করুক—শুভেন্দু অধিকারী বলছেন এনআরসি হবে, আর অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় এনআরসি হবে না। তাহলে কে ঠিক বলছেন? একই দলের মধ্যে এত দ্বিমত কেন?”
তিনি আরও বলেন, “অসম থেকে বারবার বাংলার গরিব মানুষদের নামে এনআরসি নোটিস পাঠানো হচ্ছে কেন? সিএএ ও এনআরসি—এই দুই অস্ত্রকে ব্যবহার করে পিছনের দরজা দিয়ে বাংলার সাধারণ মানুষদের দেশছাড়া করার চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন বলেই ওঁনারা প্রতিবাদ করছেন। তিনি মানুষকে রক্ষা করছেন, আর করবেনও। আর ওরা শুধু ক্ষমতা ও ভোটের রাজনীতি করছে।” এনআরসি ও সিএএ ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে বঙ্গ রাজনীতি।