০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

চামেলি দাস
  • আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 38

পুবের কলম ওয়েবডেস্ক:   কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় উসকানিমূলক এবং বিভ্রান্তিকর পোস্ট রুখতে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন মমতার। কড়া সাইবার আইন প্রয়োগ করে সাইবার অপরাধীদের কড়া শাস্তির দাবি জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর। শুধু কড়া আইন প্রণয়নই নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে জনসচেতনতাও দরকার বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাইবার থানায় ভুরি ভুরি ভুয়োর অভিযোগ জমা পড়েছে। সেসব তথ্য কানে এসেছে মুখ্যমন্ত্রীর। তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এছাড়া কোনও ঘটনা নিয়েও সোশাল মিডিয়ায় যা প্রচার চলছে, অনেক সময় দেখা যাচ্ছে, তা ঘটনা বহির্ভূত, অতিরঞ্জিত। মুখ্যমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের একটা বড় অংশ ডিজিটাল মাধ্যম ব্যবহারের সময় সতর্ক থাকেন না।  সেই কারণেই এধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তাই সচেতনতা প্রচারও দরকার বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

মুখ্যমন্ত্রীর আবেদন এসব রুখতে কঠোরতম শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। দরকার হলে আইনসভাকে হস্তক্ষেপ করতে হবে। নির্দিষ্ট পদ্ধতি মেনে নতুন আইন প্রণয়ন কিংবা যেসব আইন রয়েছে, তার সংশোধন করার আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ধান উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে বাংলা, কৃষকদের শুভেচ্ছা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন: বৃহস্পতিবার ইসকনের জগন্নাথ দর্শনে যাবেন মুখ্যমন্ত্রী, করবেন আরতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক:   কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় উসকানিমূলক এবং বিভ্রান্তিকর পোস্ট রুখতে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন মমতার। কড়া সাইবার আইন প্রয়োগ করে সাইবার অপরাধীদের কড়া শাস্তির দাবি জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর। শুধু কড়া আইন প্রণয়নই নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে জনসচেতনতাও দরকার বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাইবার থানায় ভুরি ভুরি ভুয়োর অভিযোগ জমা পড়েছে। সেসব তথ্য কানে এসেছে মুখ্যমন্ত্রীর। তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এছাড়া কোনও ঘটনা নিয়েও সোশাল মিডিয়ায় যা প্রচার চলছে, অনেক সময় দেখা যাচ্ছে, তা ঘটনা বহির্ভূত, অতিরঞ্জিত। মুখ্যমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের একটা বড় অংশ ডিজিটাল মাধ্যম ব্যবহারের সময় সতর্ক থাকেন না।  সেই কারণেই এধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তাই সচেতনতা প্রচারও দরকার বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

মুখ্যমন্ত্রীর আবেদন এসব রুখতে কঠোরতম শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। দরকার হলে আইনসভাকে হস্তক্ষেপ করতে হবে। নির্দিষ্ট পদ্ধতি মেনে নতুন আইন প্রণয়ন কিংবা যেসব আইন রয়েছে, তার সংশোধন করার আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ধান উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে বাংলা, কৃষকদের শুভেচ্ছা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন: বৃহস্পতিবার ইসকনের জগন্নাথ দর্শনে যাবেন মুখ্যমন্ত্রী, করবেন আরতি