৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মমতার পর কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব কেজরিওয়াল

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার
- / 62
পুবের কলম, ওয়েবডেস্ক: মমতার পর, এবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ শুরু করেছে, তাতে বাধা দিচ্ছে কেন্দ্র। রাজ্যের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না দাবিতে সরব হন কেজরিওয়াল। বিকাশ ক্রান্তি র্যালিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস ও শিরোমণি অকালি দল রাজ্যের উন্নয়ন চায় না বলেও কেজরিওয়াল দাবি করেছেন। তিনি আরও বলেন, “পাঞ্জাবে আপের সাফল্যে অনেক দলই হতাশ। তারা জোট বেঁধে কেন্দ্রের কাছে দরবার করেছে, যাতে রাজ্যের বকেয়া আটকে দেওয়া হয়। তারা কেন্দ্রকে বলেছে, আপ-কে কাজ করতে দেবেন না। এমনকী, স্বাস্থ্যের জন্য পাঞ্জাবের প্রাপ্য আটকে দেওয়া হয়েছে।”