পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা! উত্তর ২৪ পরগনার পানিহাটির ঘটনার পর এবার বীরভূমের ইলামবাজারে ৯৫ বছরের এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। মৃতের নাম ক্ষিতীশ মজুমদার, পশ্চিম মেদিনীপুরের কোরা পাড়ার বাসিন্দা। গত কয়েক মাস ধরে মেয়ের বাড়িতে, ইলামবাজারের সুভাষপল্লিতে থাকছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় ক্ষিতীশবাবুর নাম না থাকায় তিনি ভয়ে ও মানসিক চাপে ভুগছিলেন। বারবার বলতেন, “এই বয়সে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়?” সেই আতঙ্কেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।






































