মারাকানায় ওতামেন্দির গোলে শেষ হাসি মেসিদের

- আপডেট : ২২ নভেম্বর ২০২৩, বুধবার
- / 15
পুবের কলম, ওয়েডডেস্ক: মারাকানার সুপার ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই ছিল সাদামাটা। খেলা জমে ওঠে বিরতির পর। গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন নিকোলাস ওতামেন্দি। এরপর ম্যাচের মধ্যে লাল কার্ড দেখেন ব্রাজিলের ওয়েলিংটন। শেষ পর্যন্ত একমাত্র গোলটি সম্বল করেই মারাকানায় ২০২১ সালের কোপা জয়ের মতো আবারও জয়ের উৎসবে মেতে ওঠেন লিওনেল মেসিরা।
রিও ডি জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে চলল তুমুল মারামারি। যার ফলে মাঠে নেমেও মেসিরা ফিরে যান ড্রেসিংরুমে। উত্তপ্ত গ্যালারি ঠাণ্ডা হওয়ার প্রায় আধ ঘণ্টা পর মাঠে নামে দুই দল। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টানা চার ম্যাচে জয় পাওয়ার পর উরুগুয়ের বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। তবে হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে জয়ে ফিরল লিওনেল স্কালোনির দল। আর এতে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান মজবুত করলেন মেসিরা।
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হার ব্রাজিলের দূর্গতি আরও বাড়িয়ে দিল।মেসিদের বিপক্ষে হারে টানা তৃতীয় হারের তেতো স্বাদ পাওয়া ফার্নান্দো দিনিসের দল নেমে গেল ষষ্ঠ স্থানে। এর ফলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বাছাই পর্বের পথচলা কঠিন হয়ে গেল। এ ম্যাচের শুরুর ১৫ মিনিট যেন শারীরিক ভাষা প্রয়োগেই ব্যস্ত ছিলেন দুই দলের খেলোয়াড়রা। ব্রাজিলের খেলোয়াড়রাই বেশি চড়াও হয়েছেন। ম্যাচের ১৫ মিনিটের মাথায় কড়া ট্যাকল করে কার্ড দেখেন ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস এবং রাফিনহা। ৩৪ মিনিটে আবার কার্ড দেখেন ব্রাজিলের কার্লোস অগুস্তো। ব্রাজিলের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। ৪৪তম মিনিটে তিনিই এগিয়ে দিতে পারতেন দলকে। তবে গোললাইন থেকে তা ক্লিয়ার করে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার কুটি রোমেরো। শেষ পর্যন্ত ওতামেন্ডির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।