০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিপাইন্সের নয়া প্রেসিডেন্ট মার্কোস

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার
  • / 59

পুবের কলম ওয়েবদেস্কঃ ফিলিপাইন্সের প্রাক্তন একনায়ক নেতা ফার্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী প্রাক্তন ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের পুত্র ৬৪ বছর বয়সী ফার্দিনাrদ ‘বংবং’ মার্কোস জুনিয়র এবার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। সোমবারের ভোটে মার্কোস পেয়েছেন ৬০ শতাংশ ভোট। ৩৬ বছর পর আবারও দেশটির মার্কোস পরিবারের কাছে ক্ষমতা ফিরে এলো। এবারের ভোটে রেকর্ড সংখ্যক ৬ কোটি ৭০ লক্ষ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন। সোমবারের এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ সিনেটর, নিম্নকক্ষের ৩০০ জন সদস্য এবং মেয়র, গভর্নর-সহ ১৮ হাজার কর্মকর্তা নির্বাচিত হচ্ছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া বাকিরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন। মার্কোসের নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভাইস প্রেসিডেন্ট লেনি রেব্রেদো পেয়েছেন ২৮ শতাংশের মতো ভোট। বেসরকারিভাবে ফলাফল হাতে পাওয়ার পর মার্কোস তার সদর দফতর থেকে এক ভিডিয়ো বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: বিশ্ব হালাল পর্যটনের উজ্জ্বল নাম ফিলিপিন্স

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিপাইন্সের নয়া প্রেসিডেন্ট মার্কোস

আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবদেস্কঃ ফিলিপাইন্সের প্রাক্তন একনায়ক নেতা ফার্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী প্রাক্তন ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের পুত্র ৬৪ বছর বয়সী ফার্দিনাrদ ‘বংবং’ মার্কোস জুনিয়র এবার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। সোমবারের ভোটে মার্কোস পেয়েছেন ৬০ শতাংশ ভোট। ৩৬ বছর পর আবারও দেশটির মার্কোস পরিবারের কাছে ক্ষমতা ফিরে এলো। এবারের ভোটে রেকর্ড সংখ্যক ৬ কোটি ৭০ লক্ষ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন। সোমবারের এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ সিনেটর, নিম্নকক্ষের ৩০০ জন সদস্য এবং মেয়র, গভর্নর-সহ ১৮ হাজার কর্মকর্তা নির্বাচিত হচ্ছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া বাকিরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন। মার্কোসের নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভাইস প্রেসিডেন্ট লেনি রেব্রেদো পেয়েছেন ২৮ শতাংশের মতো ভোট। বেসরকারিভাবে ফলাফল হাতে পাওয়ার পর মার্কোস তার সদর দফতর থেকে এক ভিডিয়ো বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: বিশ্ব হালাল পর্যটনের উজ্জ্বল নাম ফিলিপিন্স