১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে বাড়ি, মেলায় খানিকটা ছাড়! রাজ্যে বিধিনিষেধ বহাল ৩১ জানুয়ারি পর্যন্ত

মাসুদ আলি
  • আপডেট : ১৫ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 129

পুবের কলম ওয়েবডেস্ক : রাজ্যে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকছে করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ৷ তবে বিয়ে বাড়ির জন্য কড়াকড়ি কিছুটা শিথিল করল নবান্ন৷

রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকে বিয়েবাড়িতে সর্বোচ্চ ২০০ জন বা কোনও হলের মোট ধারণ ক্ষমতার ৫০ শতাংশ মানুষ (যেটা কম হবে, সেটা) থাকতে পারবেন। অন্যদিকে, খোলা জায়গায় নিয়ম মেনে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি যাবতীয় বিধিনিষেধ মেনে খোলামেলা পরিবেশে মেলার আয়োজনেও ছাড় দিয়েছে রাজ্য সরকার৷ তবে সবক্ষেত্রেই কঠোর ভাবে করোনা বিধি মানতে হবে বলে নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

গত ৩ জানুয়ারি থেকে রাজ্যে নতুন করে করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়৷ সেই নির্দেশিকা অনুযায়ী প্রান্তিক স্টেশন থেকে রাত দশটায় শেষ লোকাল ট্রেন ছাড়বে৷ একই সঙ্গে রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হল সহ বিভিন্ন ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছিল৷ সরকারি বেসরকারি অফিসেও পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানোর কথা বলা হয়৷ সেই সমস্ত নির্দেশিকাই অপরিবর্তিত থাকছে৷

আরও পড়ুন: রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা

গত ২ জানুয়ারি যখন রাজ্যে বিধিনিষেধ জারি করা হয়েছিল, সেদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬,১৫৩। সংক্রমণের হার ছিল ১৫.৯৩ শতাংশ। শুক্রবারের (১৪ জানুয়ারি) বুলেটিন অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২,৬৪৫।গত কয়েকদিন ধরে রাজ্য স্বাস্থ্য দফতর যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে কিছুটা হলেও লাগাম পরানো সম্ভব হয়েছে৷ রাজ্য প্রশাসনের আশা, বর্তমান বিধিনিষেধগুলি ভাল ভাবে পালন করা গেলেই পরিস্থিতির আরও উন্নতি হবে৷

আরও পড়ুন: বিপর্যস্ত উত্তরবঙ্গ, আটকে পড়া পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হল কন্ট্রোল রুম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিয়ে বাড়ি, মেলায় খানিকটা ছাড়! রাজ্যে বিধিনিষেধ বহাল ৩১ জানুয়ারি পর্যন্ত

আপডেট : ১৫ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : রাজ্যে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকছে করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ৷ তবে বিয়ে বাড়ির জন্য কড়াকড়ি কিছুটা শিথিল করল নবান্ন৷

রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকে বিয়েবাড়িতে সর্বোচ্চ ২০০ জন বা কোনও হলের মোট ধারণ ক্ষমতার ৫০ শতাংশ মানুষ (যেটা কম হবে, সেটা) থাকতে পারবেন। অন্যদিকে, খোলা জায়গায় নিয়ম মেনে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি যাবতীয় বিধিনিষেধ মেনে খোলামেলা পরিবেশে মেলার আয়োজনেও ছাড় দিয়েছে রাজ্য সরকার৷ তবে সবক্ষেত্রেই কঠোর ভাবে করোনা বিধি মানতে হবে বলে নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

গত ৩ জানুয়ারি থেকে রাজ্যে নতুন করে করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়৷ সেই নির্দেশিকা অনুযায়ী প্রান্তিক স্টেশন থেকে রাত দশটায় শেষ লোকাল ট্রেন ছাড়বে৷ একই সঙ্গে রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হল সহ বিভিন্ন ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছিল৷ সরকারি বেসরকারি অফিসেও পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানোর কথা বলা হয়৷ সেই সমস্ত নির্দেশিকাই অপরিবর্তিত থাকছে৷

আরও পড়ুন: রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা

গত ২ জানুয়ারি যখন রাজ্যে বিধিনিষেধ জারি করা হয়েছিল, সেদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬,১৫৩। সংক্রমণের হার ছিল ১৫.৯৩ শতাংশ। শুক্রবারের (১৪ জানুয়ারি) বুলেটিন অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২,৬৪৫।গত কয়েকদিন ধরে রাজ্য স্বাস্থ্য দফতর যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে কিছুটা হলেও লাগাম পরানো সম্ভব হয়েছে৷ রাজ্য প্রশাসনের আশা, বর্তমান বিধিনিষেধগুলি ভাল ভাবে পালন করা গেলেই পরিস্থিতির আরও উন্নতি হবে৷

আরও পড়ুন: বিপর্যস্ত উত্তরবঙ্গ, আটকে পড়া পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হল কন্ট্রোল রুম