বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, আক্রোশে তরুণীকে গুলি করে খুন

- আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: দুবছর ধরে এক মহিলাকে নানাভাবে উত্যক্ত করার পর তাকে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। বুধবার মধ্যপ্রদেশের ধার শহরে এই ঘটনা ঘটে। মৃত্যু হয়েছে ২২ বছরের তরুণী পূজার। অভিযুক্ত দীপক রাঠোরকে গ্রেফতার করতে গেলে সে পুলিশ লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এর পরে পুলিশ পালটা গুলি চালালে, সেটি দীপকের পায়ে লাগে। পুলিশি হেফাজতে নিয়ে দীপক রাঠোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দীপক বার বার পূজাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, আর সে প্রত্যাখান করে আসছিল। সেই আক্রোশে পূজাকে খুন করে দীপক। পূজা একটি রেস্তোরাঁতে কাজ করতেন। মা ও তার দুই বোনের সঙ্গে তিনি ধারের কাছে ব্রহ্মকুণ্ড এলাকায় থাকতেন। বুধবার সকালে পূজা যখন রেস্তোরাঁয় কাজের জন্য বের হন, ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দীপক। ঘটনাস্থলেই মৃত্যু হয় পূজার। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়।
জানা গেছে, পূজাকে দীর্ঘদিন ধরেই বিয়ের জন্য বিরক্ত করত দীপক রাঠোর। পূজার পরিবার ও তার বন্ধুদেরও হুমকি দিত সে। আদালতেও দীপকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন পূজা।
তদন্তে নেমে পুলিশ ব্রহ্মকুণ্ডের একটি বাড়িতে দীপক রাঠোরের সন্ধান পায়, সেখানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের পর তাকে গ্রেফতার করা হয়।
দীপকের বিরুদ্ধে আরও অভিযোগ, সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করেছিল সে। পুরসভার সঙ্গে মিলিতভাবে সেই অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। পূজার মৃত্যুতে এলাকার সমস্ত মানুষ একজোট হয়ে ন্যায়বিচারে দাবি জানিয়েছেন।