বিবাহ বন্ধনে আবদ্ধ শাহিদ আফ্রিদি কন্যা আনশা ও পাক স্পিডস্টার শাহীন শাহ আফ্রিদি

- আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
- / 44
পুবের কলম, ওয়েবডেস্ক: : নিকাহ’র পবিত্র বন্ধনে আবদ্ধ হলেন পাক স্পিডস্টার শাহীন শাহ আফ্রিদি ও শাহিদ আফ্রিদি কন্যা আনশা। নবদম্পতির এই বিয়ের ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পাকিস্তানি স্পিডস্টার শাহীন শাহ আফ্রিদি এবং ক্রিকেট কিংবদন্তি শাহিদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদি মঙ্গলবার বিবাহ সূত্রে আবদ্ধ হন। জাঁকজমকের মধ্য দিয়ে করাচিতে বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গত ফেব্রুয়ারিতে এনগেজমেন্ট সারেন এই দম্পতি।
شاہین آفریدی کی انشاء آفریدی سے شادی، سٹیج پر شاندار تزئین و آرائش، ویڈیو وائرل۔۔۔#SamaaTV #ShahidAfridi #ShaheenShahAfridi #AnshaAfridi #ShaheenWedsAnsha pic.twitter.com/CHVCBfRUif
— SAMAA TV (@SAMAATV) September 19, 2023
অনুষ্ঠানে পরিবার, বন্ধুবান্ধব এবং পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা উপস্থিত ছিলেন। চারিদিকেই ছিল হাই-প্রোফাইল বিয়ের ইভেন্টের ক্লিক, আলোক ঝলকানি। তারকাখচিত এই বিয়েতে পাকিস্তানি অধিনায়ক বাবর আজম লাইমলাইটে ছিলেন। এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য ক্রীড়া জগতের মানুষ ছাড়াও সামাজিক ব্যক্তিত্বদেরও দেখা গেছে। তাবড় তাবড় সেলিব্রিটিদের ভিড়ে শাহীন শাহ আফ্রিদি এবং আনশার বিয়ে আরও রঙিন হয়ে ওঠে।
Shahid Afridi, Shaheen Shah Afridi and Babar Azam with Shaheen’s father. ✨
Just look at Babar and Shaheen, they share an unbreakable bond🥹❤️#ShaheenAfridi #ShahidAfridi #BabarAzam𓃵 #ShaheenShahAfridi pic.twitter.com/boifVhDidN— Maham Gillani (@DheetAfridian) September 19, 2023
২৩ বছর বয়সী আফ্রিদির হাসিই ছিল হাই প্রোফাইল বিয়ের অন্যতম টিআরপি। তবে পরিবারের শালীনতার কথা মাথায় রেখে স্ত্রীয়ের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করেননি আফ্রিদি।
অনুষ্ঠানে আসা শ্বশুরবাড়ি ও দলের সদস্যদের ছবিগুলি ভাইরাল হয়। দম্পতিকে এক ঝলক দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় আফ্রিদির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। নেটিজেনরা আশীর্বাদ করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।