১২ নভেম্বর ২০২৫, বুধবার, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ইসলামাবাদে আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২
কিবরিয়া আনসারি
- আপডেট : ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 230
ইসলামাবাদে আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২
পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে আদালতের প্রবেশপথের কাছে পার্ক করা একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতাল জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে আইনজীবী ও মামলাকারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণের পর পুরো আদালত ভবন খালি করে দেওয়া হয় এবং কার্যক্রম স্থগিত রাখা হয়।
ইসলামাবাদ পুলিশের মুখপাত্র বলেন, “এটি কী ধরনের বিস্ফোরণ ছিল, তা এখনও নিশ্চিত নয়। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”





































