ইরাকের শপিং মলে আগুন, নিহত বেড়ে ৬১

- আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 153
পুবের কলম,ওয়েবডেস্ক: ইরাকের শপিং মলে আগুন। নিহত বেড়ে ৬১। জানা গেছে, দেশটিরআল কুত শহর সংলগ্ন একটি মলে এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহত, ও নিখোঁজের সংখ্যা বহু। এখনও পর্যন্ত ওয়াসিত প্রদেশের এই বিপণিবিতানে (শপিং মল) উদ্ধারকর্মীরা ৬১ টি পোড়া মরদেহ উদ্ধার করেছে এবং অগ্নিদগ্ধ ভবন থেকে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একটি দেহ এতটাই পুড়ে গিয়েছে যে তা কেউ চিনতে পারেনি এখনও। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই প্রেক্ষিতে স্থানীয় গভর্নর মুহাম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, মাত্র ৫ দিন আগে এই মলটি শুরু হয়েছে। তারই মধ্যেই এই ভয়াবহ ঘটনা। মলে আগুন লাগার ঘটনায় নিহতের অধিকাংশই নারী, শিশু। সংশ্লিষ্ট ঘটনায় বিপণিবিতানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন শপিং মলের পাঁচতলায় আগুন লেগে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই আগুন। আতঙ্কে চারিদিকে ছোটাছুটি শুরু করে দেয় মানুষ। ইতিমধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
#BREAKING: At least 50 people, mostly women and children, were killed in a fire that broke out early Thursday at a shopping mall in the city of Kut, Iraq’s Wasit province, Governor Mohammed Jameel al-Miyahi announced. The blaze has since been brought under control.
🎥: Social… pic.twitter.com/c5dZF9hukx
— Zoom News (@zoomnewskrd) July 17, 2025