ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন, ১৭ আহত

- আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, শনিবার
- / 114
পুবের কলম, ওয়েবডেস্ক: ছাত্র আন্দোলনে ফের উত্তপ্ত বাংলাদেশ। যাদের আন্দোলনের জেরে পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। সেই ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংহির্শে উত্তপ্ত ঢাকা। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর নাটকীয় পরিস্থিতির সাক্ষী থাকল ওপার বাংলা। এই মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।