পুবের কলম, ওয়েবডেস্ক: গোয়ার পর ভুবনেশ্বর। ওড়িশার রাজধানী শহরের পানশালায় ভয়াবহ আগুন। পুড়ে ছাই রুফটপ পানশালা। শুক্রবার সকালে আগুন লাগে পানশালাটিতে। ঘটনায় আহত বা হতাহতের কোনও খবর নেই। দ্রুত দমকল কর্মীদের তৎপরতায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবুও ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনা রেস্তোরাঁ ও পানশালাগুলিতে অগ্নি-সুরক্ষার মান নিয়ে আবারও গুরুতর প্রশ্ন তুলে দিল।
পানশালাটি যে ভবনে রয়েছে, এদিন সকালে তার উপরের তলা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়েই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ব্যাপক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের শিখা পাশের ভবনগুলিতে ছড়িয়ে পড়ার আগেই তা থামানো সম্ভব হয়েছে। কী কারণে এই আগুন লাগল, তা এখনও অস্পষ্ট। তবে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট সহ অন্যান্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও দমকল বিভাগ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
উল্লেখ্য, গত শনিবার গোয়ায় নৈশক্লাবে পার্টি চলাকালীন বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হয় ২৫ জনের। তাঁদের মধ্যে কয়েকজন পর্যটক। আহত হয় কমপক্ষে ৫০ জন। জানা যায়, উত্তর গোয়ার বাগা এলাকার বার্চ বাই রোমিও লেনে উইকেন্ড হওয়ায় অন্যান্য দিনের থেকে এদিন বেশি ভিড় ছিল ওই নাইটক্লাবে। আচমকা সেখানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা ক্লাবে। দাউ দাউ জ্বলতে থাকা আগুনে আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন সকলে। নিহতদের মধ্যে সিংহভাগই ছিলেন রান্নাঘরের কর্মী।































