০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

ইমামা খাতুন
  • আপডেট : ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 80

পুবের কলম প্রতিবেদক: কাতার বিশ্বকাপ শেষেই ফ্রান্সকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। এরপর থেকে ফ্রান্স দলের নতুন অধিনায়কের সিংহাসন একপ্রকার ফাঁকা ছিল। তবে আগামী ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে ফ্রান্স। সেটা মাথায় রেখে ফ্রান্সের নতুন অধিনায়কের নাম বেছে নিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশম তাদের নতুন অধিনায়ক হিসেবে কিলিয়ান এমবাপ্পের নাম ঠিক করে ফেলেছেন। ফ্রান্সের নতুন অধিনায়ক হতে চলেছেন ২৪ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। এর আগে তিনি ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফ্রান্সের হয়ে এ পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলে নিয়েছেন। দেশের হয়ে এখন পর্যন্ত ৩৬টি গোল করেছেন। কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। এই পরিসংখ্যান এমবাপ্পেকে নতুন ফরাসি অধিনায়কের জায়গা রীতিমতো পাকা করে দিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

আপডেট : ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: কাতার বিশ্বকাপ শেষেই ফ্রান্সকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। এরপর থেকে ফ্রান্স দলের নতুন অধিনায়কের সিংহাসন একপ্রকার ফাঁকা ছিল। তবে আগামী ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে ফ্রান্স। সেটা মাথায় রেখে ফ্রান্সের নতুন অধিনায়কের নাম বেছে নিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশম তাদের নতুন অধিনায়ক হিসেবে কিলিয়ান এমবাপ্পের নাম ঠিক করে ফেলেছেন। ফ্রান্সের নতুন অধিনায়ক হতে চলেছেন ২৪ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। এর আগে তিনি ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফ্রান্সের হয়ে এ পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলে নিয়েছেন। দেশের হয়ে এখন পর্যন্ত ৩৬টি গোল করেছেন। কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। এই পরিসংখ্যান এমবাপ্পেকে নতুন ফরাসি অধিনায়কের জায়গা রীতিমতো পাকা করে দিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন