২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিরাটের নাম বদলে রখা হবে নাথুরাম গডসে নগর, ইস্তেহার প্রকাশ করে জানাল হিন্দু  মহাসভা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার
  • / 42

 

 

আরও পড়ুন: তাজমহলে উরস বন্ধের দাবিতে কোর্টে হিন্দু মহাসভা

 

আরও পড়ুন: বিস্ফোরণের তীব্রতায় মেরঠে উড়ে গেল কোল্ডস্টোরের ছাদ, মৃত কমপক্ষে পাঁচ

পুবের কলম ওয়েবডেস্ক: মিরাটের নাম বদলে এবার রাখা হোক নাথুরাম গডসে নগর। উত্তরপ্রদেশ পুরসভার নির্বাচনের আগে নিজেদের নির্বাচনী ইস্তাহারে এই হেন দাবি তুলল হিন্দুসভা। এইখানেই শেষ নয় হিন্দুমহাসভার পক্ষ থেকে আরও দাবি তোলা হয়েছে তাদের প্রার্থী যদি মেয়র নির্বাচিত হন তাহলে বদলে দেওয়া হবে শহরের প্রত্যেকটি ইসলামিক স্থানের নাম। ভারত কে হিন্দু রাষ্ট্র  হিসেবে গড়ে তোলাই যে তাঁদের মূল লক্ষ্য তাও সুস্পষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দিল্লিগামী ট্রেনে আগুন, লেলিহান আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত বহু যাত্রী

আগামী ডিসেম্বরেই মিরাট-সহ উত্তরপ্রদেশের একাধিক শহরে কর্পোরেশন নির্বাচন হবে। মঙ্গলবার হিন্দু মহাসভার তরফে জানানো হয়েছে, এই নির্বাচনে প্রতিটি ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বিতা করবেন  হিন্দুমহাসভার প্রার্থীরা। এর জন্য দরকার দেশপ্রেমী  কর্মীর। আপাতত সেইদিকেই নজর দিচ্ছে হিন্দুমহাসভা। তবে যারা ভোটে লড়াই করতে চান তাঁদের লিখিত দিতে হবে তারা আজীবন হিন্দুমহাসভার আদর্শ মেনে  চলতে হবে।

মিরাটে   হিন্দু  মহাসভার দায়িত্বে আছেন অভিষেক আগরওয়াল । মঙ্গলবার তিনিই দলীয় ইস্তেহার প্রকাশ করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিরাটের নাম বদলে রখা হবে নাথুরাম গডসে নগর, ইস্তেহার প্রকাশ করে জানাল হিন্দু  মহাসভা

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার

 

 

আরও পড়ুন: তাজমহলে উরস বন্ধের দাবিতে কোর্টে হিন্দু মহাসভা

 

আরও পড়ুন: বিস্ফোরণের তীব্রতায় মেরঠে উড়ে গেল কোল্ডস্টোরের ছাদ, মৃত কমপক্ষে পাঁচ

পুবের কলম ওয়েবডেস্ক: মিরাটের নাম বদলে এবার রাখা হোক নাথুরাম গডসে নগর। উত্তরপ্রদেশ পুরসভার নির্বাচনের আগে নিজেদের নির্বাচনী ইস্তাহারে এই হেন দাবি তুলল হিন্দুসভা। এইখানেই শেষ নয় হিন্দুমহাসভার পক্ষ থেকে আরও দাবি তোলা হয়েছে তাদের প্রার্থী যদি মেয়র নির্বাচিত হন তাহলে বদলে দেওয়া হবে শহরের প্রত্যেকটি ইসলামিক স্থানের নাম। ভারত কে হিন্দু রাষ্ট্র  হিসেবে গড়ে তোলাই যে তাঁদের মূল লক্ষ্য তাও সুস্পষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দিল্লিগামী ট্রেনে আগুন, লেলিহান আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত বহু যাত্রী

আগামী ডিসেম্বরেই মিরাট-সহ উত্তরপ্রদেশের একাধিক শহরে কর্পোরেশন নির্বাচন হবে। মঙ্গলবার হিন্দু মহাসভার তরফে জানানো হয়েছে, এই নির্বাচনে প্রতিটি ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বিতা করবেন  হিন্দুমহাসভার প্রার্থীরা। এর জন্য দরকার দেশপ্রেমী  কর্মীর। আপাতত সেইদিকেই নজর দিচ্ছে হিন্দুমহাসভা। তবে যারা ভোটে লড়াই করতে চান তাঁদের লিখিত দিতে হবে তারা আজীবন হিন্দুমহাসভার আদর্শ মেনে  চলতে হবে।

মিরাটে   হিন্দু  মহাসভার দায়িত্বে আছেন অভিষেক আগরওয়াল । মঙ্গলবার তিনিই দলীয় ইস্তেহার প্রকাশ করেন।