সিরাজের সঙ্গে সাক্ষাৎ করলেন নির্মলা সীতারামন

- আপডেট : ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
- / 20
হায়দরাবাদ, ২১ নভেম্বর: বিশ্বকাপের হারের যন্ত্রনা সহ্য করতে পারছিলেন না ভারতের ফাস্ট বোলার মুহাম্মদ সিরাজ। মাঠেই বাচ্চা ছেলের মত কেঁদে ফেলেছিলেন তিনি। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছিলেন বুমরাহ। ড্রেসিংরুমেও অঝরে কেঁদেছিলেন সিরাজ। তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহমদাবাদ থেকে সবাই যে যার ফিরে গেছেন নিজের জায়গায়। সিরাজও ফিরেছেন নিজের শহর হায়দরাবাদে। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার সময় সিরাজের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সিরাজকে তিনি জানিয়েছেন গোটা বিশ্বকাপে তাদের পারফরমেন্স মুগ্ধ করেছে অর্থমন্ত্রীকে। নির্মলা জানান,’ গোটা বিশ্বকাপ জুড়ে তোমাদের খেলা সবাইকে আনন্দ দিয়েছে। গোটা দেশকে তোমরা গর্বিত করেছ।’ সিরাজের সততারও প্রশংসা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।