ঈদ-উল-আযহা উপলক্ষে বাদুড়িয়ায় বিশেষ প্রশাসনিক সভা

- আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
- / 154
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাদুড়িয়ায় বিশেষ প্রশাসনিক সভা আয়োজন করল বাদুড়িয়া পুলিশ প্রশাসন। মঙ্গলবার বাদুড়িয়া পুর কমিউনিটি হলে বাদুড়িয়ায় কয়োকশো ইমাম মোয়াজ্জেম সাহেবের উপস্থিতিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু চক্রবর্তী, উপস্থিত ছিলেন সি আই স্বরূপনগর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় , ব্লক প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও -সহ আরও অনেকে। বাদুড়িয়া ইমাম ও মোয়াজ্জেম সাহেবদের পক্ষে শফিউল্লাহ সাহেব বলেন, আমরা সদর্থক ভূমিকা পালন করব। আমাদের পবিত্র উৎসব আমরা পবিত্রতার সঙ্গে পালন করব। এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তবে আমি সাধারণ অভিভাবকদের কাছে অনুরোধ করব বিকেলের পরে তারা যেন তাদের নাবালক সন্তানদের হাতে মোটরবাইকটি তুলে না দেন। পশুর মাংস ও অবশিষ্ট অংশের ছবি যেন সামাজিক মাধ্যমে কেউ না ছাড়ায় সে বিষয়ে আমরা বিশেষ নজর রাখব।