হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা নিয়ে বৈঠক

- আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্কঃ ২০২৩ সালে মাধ্যমিকের সময় গোটা রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে হাইমাদ্রাসা আলিম, ফাজিল পরীক্ষা। রাজ্যজুড়ে সুষ্ঠভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষা অনুষ্ঠিত হয় তার জন্য প্রস্তুতি শুরু করলেন বোর্ড প্রেসিডেন্ট ড. আবু তাহের কমরুদ্দিন। গত দু’দিন ধরে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
রবিবার কলকাতায় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে গত ২ বছর সীমিত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর পুরো সিলেবাসে আগের নিয়মেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য জেলাগুলিতে যাতে পরিবহণ ব্যবস্থা সঠিক থাকে তার জন্য আরটিও অফিসারদেরও সঙ্গে আলোচনা হয়। আধিকারিকরা জানিয়ে দেন পরীক্ষার দিনগুলিতে অতিরিক্ত বাসের ব্যবস্থা থাকবে। স্বাস্থ্য, বিদ্যুৎ এবং অন্যান্য বিভাগও যাতে পরীক্ষার দিনগুলিতে সঠিকভাবে কাজ করে সেই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্ষদ সভাপতি বলেন, প্রতিটা সেন্টারে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে স্বাস্থ্যকর্মী রাখতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ব্লক থেকে আগত শিক্ষকদের উদ্দেশ্যে পর্ষদ সভাপতি বলেন, পুরসিলেবাসে এবছর পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাজেই ছাত্রছাত্রীদের প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের এ ব্যাপারে অবগত করতে হবে। পরীক্ষার্থীরা যাতে মনে রাখতে পারে পুর সিলেবাসেই এবছর হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষকদের উচিত প্রত্যেক পড়ুয়া যাতে ভালো ফলাফল করে সেই উদ্যোগ নেওয়া। পঠন পাঠনের যেন কোনও খামতি না থাকে সেদিয়ে নজর রাখার পরামর্শ দেন পর্ষদ সভাপতি।