আমিরশাহীকে ৫ গোলে হারালেন মেসিরা

- আপডেট : ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 14
পুবের কলম প্রতিবেদক: বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে আর্জেন্টিনা। বেশ কয়েকদিন আগেই কাতারে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। মেসিরা কয়েকটা দিন অনুশীলনও করে ফেলেছেন। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে আমিরশাহীর বিরুদ্ধে একটি প্রস্তুত ম্যাচ খেললেন মেসিরা। ৫-০ গোলে বড় জয় পেল আর্জেন্টিনা। দুরন্ত ফুটবল উপহার দিলেন মেসি, ডিমারিয়ারা। ম্যাচের ১৭ মিনিটেই আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলের পিছনের কারিগর সেই লিও মেসি। আট মিনিট পরেই আকুনার সহযোগিতায় ডি’মারিয়া ২-০ করেন। আমিরশাহীকে প্রায় চেপে ধরে আর্জেন্টিনা। চোট কাটিয়ে এসে ডি’মারিয়া যে স্বপ্নের ছন্দে রয়েছেন তার আবারও একবার প্রমাণ দিলেন ম্যাচের ৩৬ মিনিটে। দুর্দান্ত গোলে আর্জেন্টিনার হয়ে ব্যবধান আরও খানিকটা বাড়ালেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই এরপর মেসি-ডিমারিয়া যুগলবন্দী দেখল আমিরাতের স্টেডিয়াম। ডি’মারিয়ার পাস থেকে লিও মেসির চোখ জুড়নো গোল।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন করলেন কোচ লিওনেল স্কালোনি। এই অর্ধে আর্জেন্টিনার আক্রমণ প্রতিহত করে কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল আমিরশাহী। কিন্তু শক্তিশালী আর্জেন্টাইন মাঝমাঠ ও অতি শক্তিশালী আর্জেন্টাইন রক্ষণ পেরিয়ে আমিরশাহীর গোল করা প্রায় অসম্ভব ছিল। উল্টে ৬০ মিনিটে ডি’পলের পাস থেকে জোয়াকেম কোরেয়া গোল করে বড় ব্যবধানে আর্জেন্টিনার জয় সুনিশ্চিত করলেন।