০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেসি, রোনাল্ডোকে পিছনে ফেলে ফিফার বর্ষসেরা লেয়নডস্কি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 51

পুবের কলম, ওয়েবডেস্কঃ চলতি মরশুমে ধারাবাহিকভাবে অসাধারণ ফুটবল খেলে চলেছেন রবার্ট লেয়নডস্কি। গোটা মরশুমজুড়ে গোলের বন্যা বইয়ে দিয়ে নিজেকে ক্রমে আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছেন। সেই মোতাবেক বিশ্বের অন্যতম সেরা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে  ফিফার বর্ষসেরার খেতাব জিতে নিলেন এই পোলিশ তারকা।  মেসি, সালাহ, রোনাল্ডোকে টপকে ২০২১ সালের ‘দা বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি জিতে নিয়েছেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।

জুরিখে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা্ করা হয়। গতবারেও এই পুরস্কারটি জিতেছিলেন লেয়নডস্কি।কোভিড ভাইরাসের কারণে গতবারের মতো অনুষ্ঠানটি ঘিরে এবারও বসেনি তারকার মেলা। যদিও সেখানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঞ্চে তিনিই ঘোষণা করেন ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম। পুরুষ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে গত ২২ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল তালিকাটি তৈরি করেছিল।

আরও পড়ুন: পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ফিফার

ফিফার বর্ষসেরার লড়াইয়ে লেয়নডস্কির পক্ষে ভোট দেওয়ার লোক হয়তো খুব বেশি ছিল না। তবে, অনেকের চোখে এই পোলিশ তারকাই পুরস্কারটি পাওয়ার আসল দাবিদার। গত ২৯ নভেম্বর ব্যালন ডি’অরে মেসির সেরা হওয়ায় সমালোচনাও হয়েছিল কিছু। পোল্যান্ডের হয়ে তার তেমন কোনো অর্জন না থাকলেও বছর জুড়েই বায়ার্ন মিউনিখে দুর্দান্ত সময় কাটিয়েছেন।বায়ার্ন মিউনিখের হয়ে গত মরশুমে বুন্দেশসলিগায় এক আসরে সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ড গড়েন এই স্ট্রাইকার।

আরও পড়ুন: ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সউদিতে, নানান ব্যবস্থা থাকলেও মদ্যপানে নিষেধাজ্ঞা

উল্লেখ্য, ফুটবল বিশ্বের জাতীয় দলের কোচ ও অধিনায়ক, বিশ্বের তিনশোর বেশি সাংবাদিক ও ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা ফুটবলার হয়েছেন লেয়নডস্কি।

আরও পড়ুন: মারাকানায় মারামারির ম্যাচে ব্রাজিলকে হারিয়ে শীর্ষে মেসির আর্জেন্টিনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেসি, রোনাল্ডোকে পিছনে ফেলে ফিফার বর্ষসেরা লেয়নডস্কি

আপডেট : ১৮ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ চলতি মরশুমে ধারাবাহিকভাবে অসাধারণ ফুটবল খেলে চলেছেন রবার্ট লেয়নডস্কি। গোটা মরশুমজুড়ে গোলের বন্যা বইয়ে দিয়ে নিজেকে ক্রমে আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছেন। সেই মোতাবেক বিশ্বের অন্যতম সেরা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে  ফিফার বর্ষসেরার খেতাব জিতে নিলেন এই পোলিশ তারকা।  মেসি, সালাহ, রোনাল্ডোকে টপকে ২০২১ সালের ‘দা বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি জিতে নিয়েছেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।

জুরিখে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা্ করা হয়। গতবারেও এই পুরস্কারটি জিতেছিলেন লেয়নডস্কি।কোভিড ভাইরাসের কারণে গতবারের মতো অনুষ্ঠানটি ঘিরে এবারও বসেনি তারকার মেলা। যদিও সেখানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঞ্চে তিনিই ঘোষণা করেন ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম। পুরুষ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে গত ২২ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল তালিকাটি তৈরি করেছিল।

আরও পড়ুন: পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ফিফার

ফিফার বর্ষসেরার লড়াইয়ে লেয়নডস্কির পক্ষে ভোট দেওয়ার লোক হয়তো খুব বেশি ছিল না। তবে, অনেকের চোখে এই পোলিশ তারকাই পুরস্কারটি পাওয়ার আসল দাবিদার। গত ২৯ নভেম্বর ব্যালন ডি’অরে মেসির সেরা হওয়ায় সমালোচনাও হয়েছিল কিছু। পোল্যান্ডের হয়ে তার তেমন কোনো অর্জন না থাকলেও বছর জুড়েই বায়ার্ন মিউনিখে দুর্দান্ত সময় কাটিয়েছেন।বায়ার্ন মিউনিখের হয়ে গত মরশুমে বুন্দেশসলিগায় এক আসরে সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ড গড়েন এই স্ট্রাইকার।

আরও পড়ুন: ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সউদিতে, নানান ব্যবস্থা থাকলেও মদ্যপানে নিষেধাজ্ঞা

উল্লেখ্য, ফুটবল বিশ্বের জাতীয় দলের কোচ ও অধিনায়ক, বিশ্বের তিনশোর বেশি সাংবাদিক ও ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা ফুটবলার হয়েছেন লেয়নডস্কি।

আরও পড়ুন: মারাকানায় মারামারির ম্যাচে ব্রাজিলকে হারিয়ে শীর্ষে মেসির আর্জেন্টিনা