উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি

- আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 75
পুবের কলম প্রতিবেদক: ১৩ ডিসেম্বর শহরে আসছেন লিওনেল মেসি। ফুটবল রাজকুমারকে নিয়ে উন্মাদনার পারদ চড়ছে ক্রমশ। আর সেই আবহেই মেসির এক মানবিক দিক উঠে এল বৃহস্পতিবার। তিনি নাকি জানিয়েছেন তাঁর সম্মানে আয়োজিত ম্যাচ থেকে যে অর্থ উঠবে, তার থেকে ১০ লক্ষ টাকা মেসি তুলে দেবেন উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি এই অর্থ তুলে দেবেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে তা জানানো হয়েছে। মমতা এই মুহূর্তে উত্তরবঙ্গেই রয়েছেন। দার্জিলিং থেকে তিনি উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলার জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছেন। মেসি ম্যাচের দিন যুবভারতীতে তিনি উপস্থিত থাকবেন। আর সেখানেই মেসি তাঁর হাতে এই টাকা তুলে দিতে পারেন বলে খবর। ভারী বর্ষণে পাহাড় ধ্বস, নদীতে বান ডেকে যেভাবে বিপর্যস্ত হয়েছে মিরিক ও দার্জিলিংয়ের একটা বড় অংশ তা মেসিকে শুনিয়েছেন উদ্যোক্তারা
লিও মেসির মানবিক হৃদয় উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছে গিযেছে। দ্বিতীয়বার ভারতে এখনও তিনি পৌঁছাননি। কিন্তু এরই মধ্যে সমাজসেবার ব্রত নিয়ে নিজের মানসিকতা ব্যক্ত করেছেন বিশ্ব ফুটবলের রাজকুমার। কলকাতাসহ দেশের তিনটি শহরে যাওযার কথা মেসির। মুম্বই ও দিল্লিতেও যাবেন তিনি। কিন্তু ১৩ তারিখ কলকাতায় মেসির আগমনের জন্য ইতিমধ্যেই সাজতে শুরু করেছে তিলোত্তমা। উত্তরবঙ্গের জন্যই আয়োজকরা অনুষ্ঠানকে আরও জাঁকজমক করে তুলতে চাইছেন।