২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেটিয়াবুরুজে উরুসে হুযুর সত্যপীর (র­)

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ মার্চ ২০২২, শুক্রবার
  • / 39

পুবের কলম প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় সবেবরাতের পরদিন থেকে হুযুর সুফী শাহ সত্যপীর (শায়ঘুল ইসলাম) -এর বাৎসরিক উরস রবীন্দ্রনগরে ১২বি বাসস্ট্যান্ডে হুযুরের মাজার প্রাঙ্গণে তিনদিনব্যাপী পালিত হল। প্রথমদিনে কুরআন খতম ও চাদরবহন অনুষ্ঠান, দ্বিতীয় দিন মিলাদ ও নাতে রসুল (সা­) ও অতিথি ভোজনের আয়োজন, তৃতীয় দিনে মাহফিলে কাওয়ালিতে অনুষ্ঠান শেষ হয়। তিনদিনের অনুষ্ঠানে সর্বধর্মের ভক্তদের জমায়েত ছিল নজরকাড়া। মাজার শরীফের সেবায়েত হাজী আকতার হোসেন সাহেব শ্রদ্ধেয় মৃদুল চক্রবর্তী ও সেক্রেটারি আলহাজ মইনুল হক চৌধুরী (প্রাক্তন মেয়র পারিষদ) প্রমুখ দীর্ঘদিন খেদমত করে আসছেন। সভায় কাশীদা পেশ করেন, প্রখ্যাত শিল্পী বাবলু (ইমদাদ হোসেন), আবুল বাশার, রাকিবুল ইসলাম প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে কবি কামরুজ্জামান সহ অনেক গুণীজন উপস্থিত ছিলেন।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেটিয়াবুরুজে উরুসে হুযুর সত্যপীর (র­)

আপডেট : ২৫ মার্চ ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় সবেবরাতের পরদিন থেকে হুযুর সুফী শাহ সত্যপীর (শায়ঘুল ইসলাম) -এর বাৎসরিক উরস রবীন্দ্রনগরে ১২বি বাসস্ট্যান্ডে হুযুরের মাজার প্রাঙ্গণে তিনদিনব্যাপী পালিত হল। প্রথমদিনে কুরআন খতম ও চাদরবহন অনুষ্ঠান, দ্বিতীয় দিন মিলাদ ও নাতে রসুল (সা­) ও অতিথি ভোজনের আয়োজন, তৃতীয় দিনে মাহফিলে কাওয়ালিতে অনুষ্ঠান শেষ হয়। তিনদিনের অনুষ্ঠানে সর্বধর্মের ভক্তদের জমায়েত ছিল নজরকাড়া। মাজার শরীফের সেবায়েত হাজী আকতার হোসেন সাহেব শ্রদ্ধেয় মৃদুল চক্রবর্তী ও সেক্রেটারি আলহাজ মইনুল হক চৌধুরী (প্রাক্তন মেয়র পারিষদ) প্রমুখ দীর্ঘদিন খেদমত করে আসছেন। সভায় কাশীদা পেশ করেন, প্রখ্যাত শিল্পী বাবলু (ইমদাদ হোসেন), আবুল বাশার, রাকিবুল ইসলাম প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে কবি কামরুজ্জামান সহ অনেক গুণীজন উপস্থিত ছিলেন।