২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

চামেলি দাস
  • আপডেট : ২১ মে ২০২৫, বুধবার
  • / 253

পুবের কলম, ওয়েবডেস্ক:  আগামী রবিবার ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা। সে কারণে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ২৫ তারিখ আপ ও ডাউন মিলিয়ে ১৩৮টি মেট্রো চালানো হবে। সকাল ৯টার পরিবর্তে ৭টা থেকে পরিষেবা শুরু হবে। সকাল ৯ টা পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। তারপর থেকে যেমন পরিষেবা দেওয়া হয় তেমনই মেট্রো চলবে।

সপ্তাহান্তে মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়। কিন্তু এই রবিবার সকাল ৭টায় পরিষেবা শুরু করা হবে। সেই দিন ইউপিএসির প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে।পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল থেকে পরিষেবা শুরু করা হবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, ওই দিন আপে ৬৯টি ও ডাউনে ৬৯টি মেট্রো চলবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোতে কম চলবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ

রাতে শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। প্রতি সপ্তাহের মতোই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৭ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

আরও পড়ুন: মেট্রোর কাজে বন্ধ থাকা সার্ভিস রোড খুলল ভিআইপিতে

আরও পড়ুন: আগামী মাসেই হাওড়া থেকে সল্টলেক সরাসরি সরাসরি মেট্রো পরিষেবার সম্ভাবনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

আপডেট : ২১ মে ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  আগামী রবিবার ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা। সে কারণে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ২৫ তারিখ আপ ও ডাউন মিলিয়ে ১৩৮টি মেট্রো চালানো হবে। সকাল ৯টার পরিবর্তে ৭টা থেকে পরিষেবা শুরু হবে। সকাল ৯ টা পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। তারপর থেকে যেমন পরিষেবা দেওয়া হয় তেমনই মেট্রো চলবে।

সপ্তাহান্তে মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়। কিন্তু এই রবিবার সকাল ৭টায় পরিষেবা শুরু করা হবে। সেই দিন ইউপিএসির প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে।পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল থেকে পরিষেবা শুরু করা হবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, ওই দিন আপে ৬৯টি ও ডাউনে ৬৯টি মেট্রো চলবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোতে কম চলবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ

রাতে শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। প্রতি সপ্তাহের মতোই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৭ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

আরও পড়ুন: মেট্রোর কাজে বন্ধ থাকা সার্ভিস রোড খুলল ভিআইপিতে

আরও পড়ুন: আগামী মাসেই হাওড়া থেকে সল্টলেক সরাসরি সরাসরি মেট্রো পরিষেবার সম্ভাবনা