অনবদ্য ডি’ কক, চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

- আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
- / 197
ওয়াশিংটন, ১৪ জুলাই: টি-২০ লিগে ফের সাফল্য মুম্বই ইন্ডিয়ান্সের। এ বার দেশের বাইরের মাটিতে। আমেরিকায় মেজর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক। এই নিয়ে এই টুর্নামেন্ট হল তিন বার। তার মধ্যে দু’বারই চ্যাম্পিয়ন হল মুম্বই।
সোমবার ফাইনালে মুম্বই ৫ রানে হারাল ওয়াশিংটন ফ্রিডমকে। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮০ রান করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন কুইন্টন ডি’কক। তিনি ৪৬ বলে ৭৭ রান করেন। অধিনায়ক নিকোলাস পুরানের সংগ্রহ ২১।
ওয়াশিংটনের পক্ষে লকি ফার্গুসন ২১ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়াশিংটন। পরে দলকে লড়াইয়ে ফেরান রাচিন রবীন্দ্র এবং জ্যাক এডওয়ার্ডস। রুশিল উগারের শেষ ওভারে জয়ের জন্য১২ রান তুলতে পারেননি ম্যাক্সওয়েল ও ফিলিপস। উল্টে ম্যাক্সওয়েল আউট হয়ে যান। পাঁচ রানে জিতে চ্যাম্পিয়ন হয় মুম্বই।